ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

ওয়ার্নারের ব্যাটিং নিয়ে চিন্তিত দিল্লি

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ এপ্রিল ১২ ১৭:৫৩:১৩
ওয়ার্নারের ব্যাটিং নিয়ে চিন্তিত দিল্লি

আইপিএলের এবারের আসরে এখনও জিততে পারেনি দিল্লি। দলের ব্যর্থতার একটি কারণ হল ধীরগতির স্ট্রাইক রেটে ওয়ার্নারের ব্যাটিং। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠান এবং বিখ্যাত ধারাভাষ্যকার হর্ষ ভোগলে তার সমালোচনা করেছেন। ওয়ার্নারের ব্যাটিং নিয়ে কেউ প্রশ্ন না করায় একটু অবাক হলেন পাঠান।

তিনি বলেছেন, ‘ডেভিড ওয়ার্নারের স্ট্রাইক রেট নিয়ে কেউ প্রশ্ন তুলছে না কেন? কম স্ট্রাইক রেট নিয়ে সে তো অনেক দিন খেলে যাচ্ছে।’ কিছুটা কৌতুকের ছলে ভারতীয় ধারাভাষ্যকার ভোগলে বলেছেন, ‘গ্রেট ডেভিড ওয়ার্নার রান করতে এতটা সংগ্রাম করছেন, তা দেখা মোটেই সহজ নয়। এই মুহূর্তে তাঁর ইনিংস দিল্লিকে ছন্দ ফিরে পেতে সাহায্য করছে না। অক্ষরের দুর্দান্ত ইনিংসেই দিল্লি ১৭২ রানের সংগ্রহ পেয়েছে।’

মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে সর্বশেষ ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ে হেরেছে দিল্লি। এই ম্যাচে আগে ব্যাট করতে নেমে তারা ১৭২ রান করেছে। ওয়ার্নারের ব্যাট থেকে এসেছে ৪৭ বলে ৫১ রানের ইনিংস। সেখানে অক্ষর প্যাটেল ৭ নম্বরে নেমে মাত্র ২৫ বলে ৫৪ রান তুলেছেন।

ফলে বোঝাই যাচ্ছে উইকেট আক্রমণাত্মক ব্যাটিংয়ের জন্য বেশ উপযুক্তই ছিল। এর আগে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ২০০ রান তাড়ায় ওয়ার্নার করেছিলেন ৫৫ বলে ৬৫। সেই ম্যাচে ওয়ার্নারের ১১৮ স্ট্রাইক রেটের ইনিংস কোনো কাজেই লাগেনি দিল্লির। মুম্বাইয়ের বিপক্ষে ম্যাচ হারের পর অক্ষর জানিয়েছেন অধিনায়কের ব্যাটিং নিয়ে তাদের মাঝেও কথা হচ্ছে।

তিনি বলেন, 'গত দুই তিন ম্যাচে উনি চেষ্টা করছে কিন্তু হচ্ছে না (দ্রুত রান), লাগছে না। এরকম সময়ে একজন ব্যাটার কি ভাবেন বুঝতে পারছি না। অ্যাঙ্কর রোল তখনই হবে যখন পৃথ্বী একদিক থেকে মারবে। উনার সামনে উইকেট পড়বে তখন হয়ত দুদিক থেকে মারা আদর্শ না। এই বিষয়ে আর কি বলব? (হাসি)। উনি চেষ্টা করছে, না লাগলে তো…।'

দিল্লির টিম ম্যানেজমেন্টে রয়েছেন রিকি পন্টিং, শেন ওয়াটসন ও সৌরভ গাঙ্গুলির মতো কিংবদন্তিরা। তারাই ওয়ার্নারের ব্যাটিংয়ের জড়তা কাটাতে চেষ্টা চালাচ্ছেন। অক্ষর বলেন, 'সবাই কথা বলছে তার সঙ্গে। রিকি (পন্টিং), (শেন)ওয়াটসন, দাদা (সৌরভ গাঙ্গুলি) সবাই কথা বলছেন এই নিয়ে। স্ট্রাইকরেট নিয়ে কি করা যায় এসব নিয়ে আলাপ হচ্ছে, ভিডিও দেখছেন। আমার মনে হয় সে এটা নিয়ে কাজ করছে।'

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ