ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

রিয়াদের ব্যাকআপ খোঁজা অন্যায় কিছু না : মাশরাফি

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ এপ্রিল ১৪ ১০:৫৮:৪৯
রিয়াদের ব্যাকআপ খোঁজা অন্যায় কিছু না : মাশরাফি

নির্বাচকরা দাবি করেছেন, বিশ্বকাপ স্কোয়াডে রিয়াদের বিকল্প হিসেবে ভাবা যায় এমন একজন খুঁজে বের করতেই আপাতত রিয়াদকে 'বিশ্রাম' দেওয়া হয়েছে, তবে রিয়াদ বিশ্বকাপ ভাবনায় আছেন এখনও। এবার সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও জানালেন, রিয়াদের বিকল্প খুঁজে বের করার চেষ্টায় দোষের কিছু নেই। তবে বিশ্বকাপে রিয়াদকেই খেলানো উচিৎ, সেই আহ্বানও জানালেন।

মাশরাফি বলেন, 'রিয়াদের সুযোগ নেই সেটা বলব না। আমরা সবাই জানি রিয়াদ কী করতে পারে। যদি একজন খেলোয়াড়কে বাজিয়ে দেখতে চায়... দেখা গেল রিয়াদকেই নিয়ে যাচ্ছে, সাথে একজন ব্যাকআপ থাকল। কোনো কারণে যদি কেউ ইঞ্জুর্ড হয়? সেমিফাইনালে না গেলেও বিশ্বকাপে ৯টি ম্যাচ। টানা এত ম্যাচ খেলা একটু কঠিন। ব্যাকআপ হিসেবে কে ভালো করবে এটা দেখা অন্যায় কিছু না।'

তবে ফর্মের কারণে রিয়াদকে বাদ দেওয়ার কোনো ভাবনা থাকলেও সেই ভাবনায় এখন নতুন প্রলেপ পড়তে পারে, কারণ ডিপিএলে রিয়াদ আছেন দারুণ ছন্দে। মাশরাফি জানান, 'রিয়াদও এখন রান করা শুরু করেছে। রিয়াদের দলে থাকার সুযোগ তো অবশ্যই আছে। যদি তারা বলে ফেলত রিয়াদকে আমরা আর বিবেচনায় আনব না, তখন একটা মন্তব্য করা যেত। আমার কাছে মনে হয় বিশ্বকাপ দলের ভাবনায় রিয়াদ সবসময় থাকবে।'

দিনশেষে দলের হয়ে যে-ই খেলুন না কেন, দলের হয়ে পারফর্ম করাই সারকথা- মনে করিয়ে দিয়েছেন মাশরাফি। তিনি বলেন, 'আপনি যখন দেশের হয়ে খেলতে যাবেন সিনিয়র জুনিয়র ম্যাটার করে না। জয় ও দল গুরুত্বপূর্ণ। যাকেই খেলতে হোক তাকে মাথায় রাখতে হবে পারফর্ম না করলে ২-৩ ম্যাচ পর বসিয়ে দেওয়া হবে। কোচ-ম্যানেজমেন্টের চাওয়া পূর্ণ করতে হবে। ওটা করতে গেলে আউট হলে হয়ত টিম ব্যাকআপ করবে।'

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ