ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

আইপিএল বাংলাদেশের ফ্যানবেজকে ব্যবহার করছে : মাশরাফি

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ এপ্রিল ১৪ ১১:৫৮:৪৪
আইপিএল বাংলাদেশের ফ্যানবেজকে ব্যবহার করছে : মাশরাফি

দিল্লী ক্যাপিটালস এখন পর্যন্ত ম্যাচ খেলেছে চারটি, এর মধ্যে মাত্র একটি ম্যাচে খেলার সুযোগ হয়েছে মুস্তাফিজুর রহমানের। কিন্তু তাকে চার্টার্ড ফ্লাইটে উড়িয়ে নেওয়া হয়েছিল বাংলাদেশ থেকে। দিল্লীর সোশ্যাল প্লাটফর্মে নিয়মিত পোস্ট করা হচ্ছে মুস্তাফিজের ছবি। লিটন দাস কলকাতা নাইট রাইডার্সে যোগ দেওয়ার পরও একই অবস্থা। যদিও লিটন এখনও কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি, মাত্র যোগ দিয়েছেন দলের সাথে।

এই দলের হয়ে অতীতে আইপিএল খেলেছেন মাশরাফিও। লিটন কলকাতার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ স্কোয়াড থেকে একাদশে জায়গা করতে পারবেন কি না, এমন প্রশ্নের জবাবে মাশরাফির সোজাসাপ্টা জবাব, 'আইপিএল নিয়ে আমার মাথাব্যথা নাই। আইপিএলে লিটন খেলবে কি না খেলবে এটা আমার চিন্তার বিষয় না। আমার মাথাব্যথা বাংলাদেশ দল নিয়ে। বাংলাদেশ ভালো খেললে আমরা সবাই খুশি হবো।'

এরপর মাশরাফি তুলে ধরলেন বাস্তবতা। তিনি জানান, 'আইপিএলে লিটন খেলতে গেছে এটা খুবই ভালো। কিন্তু দেখুন... আমাদের মুস্তাফিজকে চার্টার্ড ফ্লাইটে নিয়ে ম্যাচ খেলালো না। এখানে অনেক বিষয় থাকে। সোশ্যাল মিডিয়ার বিষয়... এগুলো থাকে। আমরাও এক্সাইটেড হয়ে যাই। বাংলাদেশ ক্রিকেটের একটা ফ্যানবেজ আছে। যেটা হয়ত তারা ইউজ করতে পারে। আমাদের খেলোয়াড়দের তো সামর্থ্য আছে। আমরা চাই নিয়ে খেলাক। কিন্তু হয় না তো! এজন্য এটা নিয়ে মাথাব্যথা দেখিয়ে লাভ নেই।'

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ