ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

আইপিএল থেকে বিশেষ বার্তা দিলেন বাংলাদেশের উইকেটরক্ষক-ব্যাটার লিটন

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ এপ্রিল ১৪ ১৪:১৭:০১
আইপিএল থেকে বিশেষ বার্তা দিলেন বাংলাদেশের উইকেটরক্ষক-ব্যাটার লিটন

চৈত্র সংক্রান্তিতেই বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন লিটন। শনিবার শুরু ১৪৩০ বঙ্গাব্দের। আইপিএলে ব্যস্ত লিটন আগাম শুভেচ্ছা জানালেন ভক্তদের। শুক্রবার সকাল ৭টা নাগাদ সমাজমাধ্যমে বাংলাদেশের ক্রিকেটারের বার্তা ভেসে উঠেছে। লিটন লিখেছেন, ‘‘আশা করি অতীতের সব গ্লানি মুছে দিয়ে নতুন বাংলা বছর আপনার জীবনে নতুন দিগন্ত বয়ে আনবে। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। শুভ নববর্ষ।’’

এক দিন আগেই কেন সকলকে নতুন বাংলা বছরের শুভেচ্ছা জানালেন, তার কারণ লেখেননি লিটন। বাংলাদেশের টেস্ট দলের সহ-অধিনায়ককে প্রতি শুভেচ্ছা জানিয়েছেন বহু ক্রিকেটপ্রেমী। আইপিএলে তাঁর সাফল্য কামনা করেছেন সকলে।

শুক্রবার ইডেনে খেলা শেষ হওয়ার পর হোটেলে ফিরতে গভীর রাত হয়ে যাবে। খেলার পরের দিন শনিবার কেকেআরের অনুশীলন না-ও থাকতে পারে। তাই কিছুটা বেলা পর্যন্ত ঘুমোনোর সুযোগ পাবেন ক্রিকেটাররা। তাতে নববর্ষের শুভেচ্ছা জানাতে দেরি হয়ে যেতে পারে। কারণ, বাংলা নতুন বছরের দিন সকাল থেকেই দু’বাংলার মানুষ উৎসবের আনন্দে মেতে ওঠেন। নতুন বছরকে বরণ করে নেন। সে কথা মাথায় রেখেই হয়তো সকলকে আগাম শুভেচ্ছা জানিয়ে রাখলেন লিটন।

ইডেনে হায়দরাবাদের বিরুদ্ধে লিটনের খেলার সুযোগ পাওয়া নির্ভর করবে নাইট রাইডার্স কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের সিদ্ধান্তের উপর। তিনি প্রথম একাদশে আসতে পারেন আফগানিস্তানের রহমানুল্লাহ গুরবাজ়ের জায়গায়। আফগান উইকেটরক্ষক-ব্যাটার প্রথম তিনটি ম্যাচেই কোচ-অধিনায়কের আস্থা অর্জন করে নিয়েছেন। তা ছাড়া কেকেআর উইনিং কম্বিনেশন না ভাঙতে চাইলে আইপিএলে লিটনের অভিষেক হওয়া পিছিয়ে দিতে পারে। যদিও নাইট সমর্থকদের একটা বড় অংশই চান ও পার বাংলার লিটনের আইপিএল অভিষেক হোক এ পার বাংলার ইডেনে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ