ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

আইপিএলের ইতিহাসে দ্রুততম একশো করলো দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ এপ্রিল ১৪ ১৫:৩৫:১১
আইপিএলের ইতিহাসে দ্রুততম একশো করলো দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার

আইপিএলের এবারের আসরে বৃহস্পতিবার তিনি সৃষ্টি করলেন এক নতুন ইতিহাস। পঞ্জাব কিংসের হয়ে গতবারের চ্যাম্পিয়ন দল গুজরাট টাইটানসের বিপক্ষে ম্যাচে খেলার সময়ে তিনি আইপিএলের ইতিহাসে দ্রুততম ১০০টি উইকেট নেওয়ার নজির গড়লেন।

মোহালির আইএস বিন্দ্রা স্টেডিয়ামে এই নজির গড়লেন কাগিসো রাবাদা। ম্যাচের দ্বিতীয় ইনিংসে অর্থাৎ গুজরাট টাইটানসের ব্যাটিংয়ের সময়ে এই নজির গড়েন রাবাদা। গুজরাটের ইনিংসের পঞ্চম ওভারে এই নজির গড়েন তিনি। একদা ভারতের টেস্ট দলের নিয়মিত সদস্য কিপার ব্যাটার ঋদ্ধিমান সাহার উইকেটটি তুলে নিয়ে ইতিহাস রচনা করেছেন কাগিসো রাবাদা। নিজের আইপিএলের কেরিয়ারে মাত্র ৬৪তম ম্যাচে এই নজির গড়লেন রাবাদা। সবথেকে কম ম্যাচ খেলে আইপিএলের ইতিহাসে ১০০টি উইকেট নেওয়ার পাশাপাশি তিনি সবথেকে কম বলে আইপিএলে ১০০টি উইকেট নেওয়ার নজিরও গড়লেন। মাত্র ১৪৩৮ বল করে তিনি আইপিএল কেরিয়ারে তুলে নিলেন তাঁর ১০০ তম উইকেট।

এ দিন ঋদ্ধিমান সাহা ১৯ বলে ৩০ রান করে প্যাভিলিয়নে ফিরেছেন। রাবাদার বলে মারতে গিয়ে ম্যাথু শর্টের হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি। এ দিন রাবাদা চার ওভার বল করে দিয়েছেন ৩৬ রান। পাশাপাশি নিয়েছেন ১ টি উইকেট। ১৫৪ রানের জয়ের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে এদিন গুজরাট টাইটানস হাতে ছয় উইকেট রেখে এক বল বাকি থাকতে জয় নিশ্চিত করে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ