ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

কলকাতাকে বিশাল রানের টার্গেট দিল হায়দরাবাদ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ এপ্রিল ১৪ ২১:৫৭:৩৭
কলকাতাকে বিশাল রানের টার্গেট দিল হায়দরাবাদ

হায়দরাবাদের ইনিংস বিবরণ:

পঞ্চম ওভারে বল করতে আসেন আন্দ্রে রাসেল। তিনি নিজের প্রথম বলেই আউট করেন মায়াঙ্ক আগরওয়ালকে। ১৩ বলে ৯ রান করে বরুণ চক্রবর্তীর হাতে ধরা পড়েন মায়াঙ্ক। একই ওভারে জোড়া উইকেট তুলে নিলেন আন্দ্রে রাসেল। ৪.৬ ওভারে রাসেলের বলে গুরবাজের দস্তানায় ধরা পড়েন রাহুল। ২টি বাউন্ডারির সাহায্যে ৪ বলে ৯ রান করেন তিনি।

১৩তম ওভারে বরুণ চক্রবর্তীর বলে ১টি চার ও ১টি ছক্কা মারেন এডেন মার্করাম। তিনি ২৫ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। তবে ব্যক্তিগত অর্ধশতরানে পৌঁছনো মাত্রই আউট হয়ে বসেন হায়দরাবাদ দলনায়ক। ১২.৫ ওভারে বরুণের বলে রাসেলের হাতে ধরা পড়েন মার্করাম। তিনি ২টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ২৬ বলে ৫০ রান করে মাঠ ছাড়েন। ১৮.১ ওভারে আন্দ্রে রাসেলের বলে শার্দুল ঠাকুরের হাতে ধরা পড়েন অভিষেক শর্মা। ১৭ বলে ৩২ রান করেন তিনি। মারেন ৩টি চার ও ২টি ছক্কা।

১২টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৫৫ বলে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন হ্যারি ব্রুক। আইপিএল ২০২৩-র প্রথম ব্যক্তিগত সেঞ্চুরি এটি। এর আগে শিখর ধাওয়ানের অপরাজিত ৯৯ রান ছিল চলতি আইপিএলের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস।

নির্ধারিত ২০ ওভারে সানরাইজার্স হায়দরাবাদ ৪ উইকেট হারিয়ে ২২৮ রান সংগ্রহ করে। এখনও পর্যন্ত চলতি আইপিএলের সর্বোচ্চ দলগত ইনিংস এটি। সুতরাং, জয়ের জন্য কেকেআরের দরকার ২২৯ রান। ব্রুক ১০০ ও ক্লাসেন ১৬ রানে অপরাজিত থাকেন। ৬ বলের ইনিংসে ক্লাসেন ২টি চার ও ১টি ছক্কা মারেন। উমেশ ৩ ওভারে ৪২ রান খরচ করেন।

হায়দরাবাদের প্রথম একাদশ

অভিষেক শর্মা, মায়াঙ্ক আগরওয়াল, রাহুল ত্রিপাঠী, এডেন মার্করাম (ক্যাপ্টেন), হ্যারি ব্রুক, এনরিখ ক্লাসেন (উইকেটকিপার), মারকো জানসেন, মায়াঙ্ক মার্কান্ডে, ভুবনেশ্বর কুমার, উমরান মালিক ও টি নটরাজন।

কেকেআরের প্রথম একাদশ

রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), নারায়ন জগদীশান, নীতিশ রানা (ক্যাপ্টেন), রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, শার্দুল ঠাকুর, উমেশ যাদব, লকি ফার্গুসন, বরুণ চক্রবর্তী ও সুয়াশ শর্মা।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ