ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

ব্রেকিং নিউজ: ফায়ার সার্ভিসের সাত সদস্যসহ ১১ জন হাসপাতালে

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ এপ্রিল ১৫ ১০:১৫:২৩
ব্রেকিং নিউজ: ফায়ার সার্ভিসের সাত সদস্যসহ ১১ জন হাসপাতালে

এদের ১১ জনের মধ্যে চারজনের নাম জানা গেছে। এরা হলেন— মো. রাসেল (২২), শান্ত (২৪), মো. তৌফিক (২৩) ও মো. রিফাত (২৩)। এর মধ্যে তিনজন ফায়ার সার্ভিস কর্মী ও একজন ভলান্টিয়ার।

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে চারজনকে এবং পরে একে একে আরো সাতজনকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে যান ফায়ার সার্ভিস কর্মীরা। ১১ জনকেই ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, নিউমার্কেট থেকে আগুনের ঘটনায় ১১ জন ধোঁয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে এসেছেন।

এর আগে, শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে নিউ সুপার মার্কেটে এ আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট বর্তমানে কাজ করছে। এছাড়া ফায়ার সার্ভিসের পাশপাশি পুলিশ ও বিজিবি’র সদস্যরাও সহযোগিতা করছেন।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ