ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

হায়দরাবাদের বিপক্ষে ম্যাচ হেরে সরাসরি যে বিষয়টাকে দায়ি করলেন কলকাতার অধিনায়ক নীতিশ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ এপ্রিল ১৫ ১০:৩৫:০১
হায়দরাবাদের বিপক্ষে ম্যাচ হেরে সরাসরি যে বিষয়টাকে দায়ি করলেন কলকাতার অধিনায়ক নীতিশ

তাঁর মতে, ইডেনের উইকেট ২৩০ রানের উইকেট ছিল না। পরিকল্পনা অনুযায়ী বোলিং হয়নি বলেই ২৩০ রান উঠেছে। পাশাপাশি তিনি এটা জানাতেও ভোলেননি যে, রিঙ্কু সিং রোজ রোজ (গুজরাট ম্যাচে পাঁচ বলে পাঁচ ছক্কা হাঁকিয়ে জিতিয়েছিলেন রিঙ্কু) তাদের উদ্ধার করবেন না!

ম্যাচ শেষে নীতিশ রানা সোজাসাপ্টা বলে দেন, ‘আমি মনে করি ম্যাচে যে ভাবে আমরা বোলিং করেছি, তা আমাদের পরিকল্পনা অনুযায়ী একেবারেই হয়নি। উইকেট কি ছিল বা ছিল না তা নিয়ে আমি মন্তব্য করব না। তবে এটা বলব কোনও ভাবেই এই উইকেটটা ২৩০ রানের উইকেট ছিল না। গত দিন রিঙ্কু যে ইনিংসটা খেলেছিল তা রোজ রোজ হবে না। তবে আমরা যথেষ্ট ভালো ব্যাট করেছি।

ম্যাচকে আমরা যতটা গভীরে সম্ভব নিয়ে যেতে চেয়েছি। আর সেটা হল ওই ভাবে নির্দিষ্ট করে বলা যেত না, কে জিতবে বা জিতবে না! হোম অ্যাডভান্টেজ আমি ছেড়েই দিলাম। কারণ আমরা জানি, ইডেনের এই ২২ গজ কী ভাবে খেলে। আমরা আশা করেছিলাম এখানে ২০০ রান একটা ভালো স্কোর হবে। সেই ভাবেই গোটা দল প্রস্তুতও হয়েছিল। আমাদের বোলিংটা আরও ভালো হওয়া প্রয়োজন রয়েছে।’

এদিন প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২২৮ রান করে সানরাইজার্স হায়দরাবাদ। ৫৫ বলে অনবদ্য ১০০ রান করে অপরাজিত থাকেন হ্যারি ব্রুক। তাঁর ইনিংস সাজানো ছিল ১২ টি চার এবং তিনটি ছয়ে। তাঁকে যোগ্য সঙ্গত দিয়ে অধিনায়ক এডেন মার্করাম ৫০ এবং অভিষেক শর্মা ৩২ রান করেন। জবাবে রান তাড়া করতে নেমে সাত উইকেট হারিয়ে ২০৫ রানেই আটকে যায় কেকেআর।

অধিনায়ক নীতিশ রানা ৪১ বলে ৭৫ রানের একটি অনবদ্য ইনিংস খেলেন। তাঁর ইনিংসে ছিল ৫ টি চার এবং ছ'টি ছয়। এ ছাড়াও গুজরাট ম্যাচের নায়ক রিঙ্কু সিং ৩১ বলে ৫৮ রান করে অপরাজিত থেকে যান। তবে গুজরাট টাইটান্স ম্যাচের মত এ দিন অবিশ্বাস্য কোনও ঘটনা তিনি ঘটাতে পারেননি।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ