ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

দিল্লি ক্যাপিটালসের হারার আসল কারণ ফাঁস

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ এপ্রিল ১৬ ১৪:৩৫:১১
দিল্লি ক্যাপিটালসের হারার আসল কারণ ফাঁস

চলতি আসরে দিল্লি টানা হারের বৃত্তে থাকে বের হতে পারছে না। গতকালকের পরাজয়েও দায়ী ছিল ব্যর্থ টপ অর্ডার। যার বড় দায় ওয়ার্নারেরও! ২২৮ রান নিয়ে মৌসুমের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হলেও তার স্ট্রাইক রেটই (১১৭) বেশি বিতর্কের জন্ম দিচ্ছে। যা শীর্ষ দশ ব্যাটারের মধ্যে সর্বনিম্ন!

গতকাল বেঙ্গালুরুকে ৬ উইকেটে ১৭৪ রানে আটকে দিতে বোলারদের অবদান ছিল ঠিকই। কিন্তু রান তাড়ায় টপ অর্ডারের ব্যর্থতা ম্যাচ থেকে তাদের ছিটকে দিয়েছে। পাওয়ারপ্লের তিন ওভারেই পড়েছে ৩ উইকেট! টপের অর্ধেক ব্যাটার বিদায় নিয়েছেন মাত্র ৫৩ রানে! শেষ পর্যন্ত মনীশ পান্ডের ফিফটি দিল্লির স্কোর ৯ উইকেটে ১৫১ রান পর্যন্ত নিয়ে গেছে।

ম্যাচের পর পাওয়ারপ্লে ব্যর্থতার কথা উল্লেখ করেছেন ওয়ার্নার, ‘পাওয়ারপ্লেতে ৩ উইকেট হারিয়েছি। রান আউটও এই ফরম্যাটে গ্রহণযোগ্য নয়। যার জন্য অনেত সময় মাশুল দিতে হয়।’

ওয়ার্নার এখন পাওয়ারপ্লের ৬ ওভারে উইকেট না হারিয়ে রান খোঁজার পথ খুঁজছেন, ‘পাওয়ারপ্লে নিয়ে আমাদের কাজ করতে হবে। আর সেটা হলো প্রথম দিকে উইকেট না হারানো। বিশেষ করে প্রথম দুই কিংবা তিন ওভারে। নাহলে আগামী ম্যাচগুলোতেও এসব ক্ষতির কারণ হবে।’

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ