ম্যাচ হারার পর শাস্তি পেলেন নীতিশ

গরমের মধ্যে মাথা গরম করে একেবারে লঙ্কা কাণ্ড বাঁধানোর উপক্রম করেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক নীতিশ রানা। যার জেরে ম্যাচ হারের সঙ্গে জরিমানার কবলে পড়তে হয় তাঁকে। ছাড় পাননি হৃতিক শোকিনও। তাঁকে পড়তে হয়েছে জরিমানার কবলে।
রবিবার ওয়াংখেড়েতে মুখোমুখি হয়েছিল কলকাতা এবং মুম্বই ইন্ডিয়ান্স। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমেছিল কলকাতা। ৫৭ রানে দ্বিতীয় উইকেট হারানোর পর কেকেআর অধিনায়ক নীতিশ ব্যাট করতে নামেন। ১০ বলে মাত্র ৫ রান করেন তিনি। কেকেআর ইনিংসের নবম ওভারের প্রথম বলে হৃতিক শোকিন ফেরান নীতিশকে। শোকিনের বলে লং অনের উপর দিয়ে মারতে গিয়ে ক্যাচ আউট হন কেকেআর অধিনায়ক। বাউন্ডারি লাইনের সামনে ক্যাচ নেন রমনদীপ সিং।
এর পরেই শোকিন কিছু একটা বলেন নীতিশকে। যা ভালো ভাবে নেননি কেকেআর অধিনায়ক। তিনিও পাল্টা জবাব দেন। উত্তপ্ত হয় পরিস্থিতি। তাঁদের থামাতে সঙ্গে সঙ্গে এগিয়ে যান সূর্যকুমার যাদব, পীযূষ চাওলারা। শোকিন কী বলেছেন তা যদিও জানা যায়নি। তবে নীতীশকে খুবই রেগে যেতে দেখা যায়। তিনি বেশ উত্তেজিত ভাবেই মাঠ ছাড়েন।
আইপিএলের আচরণবিধি লঙ্ঘন করার জন্য দুই প্লেয়ারকেই জরিমানা করা হয়। কেকেআর অধিনায়ক নীতিশ রানাকে তাঁর ম্যাচ ফির ২৫% জরিমানা করা হয়েছে। যেখানে মুম্বই ইন্ডিয়ান্সের হৃতিক শোকিনকে এই মৌখিক লড়াইয়ের কারণে তাঁর ম্যাচ ফি এর ১০% জরিমানা করা হয়েছে। নিজেদের দোষের কথা স্বীকার করেছেন দুই খেলোয়াড়ই।
সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল হয় তাঁদের ঝামেলার ক্লিপিংস। যাতে পরিষ্কার শোনা গিয়েছে, ছাপার অযোগ্য ভাষায় দু’জনই একে অপরকে গালিগালাজ করেছেন। প্রসঙ্গত, নীতিশ ও হৃতিক দু’জনেই দিল্লির হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলেন। একই দলে খেলার পরও অতীতেও তাঁদের কখনই বনিবনা হয়নি। সেই রেশই এ বার দেখা গেল আইপিএলের মঞ্চেও।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে কেকেআর ৬ উইকেটে ১৮৫ রান করে। এর মধ্যে বেঙ্কটেশ আইয়ার একাই ৫১ বলে ১০৪ রান করেন। জবাবে রান তাড়া করতে নেমে মুম্বই খুব সহজেই ১৪ বল বাকি থাকতে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। ১৭.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৬ রান করে মুম্বই ইন্ডিয়ান্স। ৫ উইকেটে ম্যাচ হারে কেকেআর। এই নিয়ে পরপর দুই ম্যাচ হেরে বেশ চাপে পড়ে গেল তারা। এ দিকে প্রথম দুই ম্যাচে হার দিয়ে শুরু করলেও, পরপর দুই ম্যাচ জিতে অক্সিজেন পেল রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- দেশের রাজনীতি নতুন মোড়: সেনাপ্রধানের শঙ্কাই সত্যি হতে চলেছে
- শেষ হলো বাংলাদেশ বনাম নেপালের মধ্যকার ম্যাচ, জানুন ফলাফল
- শেষ হলো বাংলাদেশ বনাম পার্থ স্কর্চার্সের মধ্যকার ম্যাচ, জানুন ফলাফল
- জামায়াত, বিএনপি, এনসিপি অনড়, সত্যি হতে চলেছে সেনা প্রধানের ভবিষ্যদ্বাণী
- প্রকৌশল খাতের ৫ কোম্পানির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বৃদ্ধি
- বিদেশি বিনিয়োগকারীদের চাহিদার শীর্ষে চার কোম্পানির শেয়ার
- চমক দেখালো ‘বি’ ক্যাটাগরির শেয়ার
- রাষ্ট্রপতির ছবি সরানো নিয়ে তোলপাড়, নীরব বিদায়ের ইঙ্গিত?
- বিক্রেতা সংকট: সর্বোচ্চ দরবৃদ্ধি পেয়ে হল্টেড ৮ কোম্পানি
- বিক্রেতা সংকটে হল্ডেট ৩ কোম্পানি
- আজকের সকল দেশের টাকার রেট(১৮ আগস্ট ২০২৫)
- ‘বি’ ক্যাটাগরির শেয়ারে চমক
- চলতি সপ্তাহে ৭ কোম্পানির এজিএম অনুষ্ঠিত হবে
- সাত কোম্পানির শেয়ার বছরের সর্বোচ্চ দামে লেনদেন
- বিনিয়োগকারীদের চাহিদার শীর্ষে ৮ কোম্পানির শেয়ার