ঢাকা, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫, ১৮ আশ্বিন ১৪৩২

ছেলে অর্জুনের উদ্দেশ্যে যা বললেন বাবা শচীন

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ এপ্রিল ১৭ ১৩:৫০:৩৮
ছেলে অর্জুনের উদ্দেশ্যে যা বললেন বাবা শচীন

লম্ব সময় ধরেই আইপিএলের দল মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে যুক্ত অর্জুন। অবশেষে ২৩ বছর বয়সে অভিষেক হল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে। অভিষেকে খুব একটা খারাপ করেননি। ইনিংসের প্রথম ওভারসহ মোট ২ ওভার বল করে ১৭ রান খরচ করলেও বোলিং ছিল বুদ্ধিদীপ্ত।

ছেলের এই শুরুকে নতুন পদক্ষেপ হিসেবে দেখছেন ক্রিকেটের রেকর্ডের বরপুর শচীন। তার বিশ্বাস, ক্রিকেট থেকে দুহাত ভরে পাবার আগে অর্জুনও প্রাপ্য সম্মান জানাবেন ভদ্রলোকের খেলাকে।

এক টুইট বার্তায় শচীন বলেন, 'অর্জুন, আজ তুমি ক্রিকেটার হিসেবে নতুন এক ধাপে পা রাখলে। তোমাকে ভালোবাসে এবং ক্রিকেটকে ভালোবাসে, এমন একজন বাবা হিসেবে আমি জানি তুমি এই খেলাটিকে প্রাপ্য সম্মান করে যাবে এবং খেলাটিও তোমাকে ফিরতি ভালোবাসা দেবে।'

অর্জুনকে অবশ্য এখনও আরও অনেক দূর পথ পাড়ি দিতে হবে। তবে সেই পথে হাঁটা শুরু হয়ে গেছে আইপিএল অভিষেক দিয়ে, পৃথক এক টুইট বার্তায় এমনটি জানান শচীন, 'একখানে আসার জন্য তুমি অনেক কষ্ট করেছো। আমি নিশ্চিত, এই কঠোর পরিশ্রম অব্যাহত থাকব। তোমার সুন্দর যাত্রা সবে শুরু হল। শুভকামনা।'

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ