ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

তুর্কমেনিস্তানকে গোলবন্যায় ভাসিয়ে উড়িয়ে দিল বাংলাদেশ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ এপ্রিল ২৭ ১০:৩৭:১৫
তুর্কমেনিস্তানকে গোলবন্যায় ভাসিয়ে উড়িয়ে দিল বাংলাদেশ

বুধবার সিঙ্গাপুরের জালান বিসার স্টেডিয়ামে ‘ডি’ গ্রুপের ম্যাচে তুর্কমেনিস্তানের মুখোমুখি হয়েছিল বাংলাদেশের মেয়েরা। এ ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষকে চেপে ধরেছিল বাংলাদেশ। ম্যাচের প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে গিয়েছিল গোলাম রব্বানী ছোটনের দল। দ্বিতীয়ার্ধে যোগ করে আরো ৩ গোল।

এদিন ম্যাচের তৃতীয় মিনিটে পূজা দাসের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। দুই মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন থুইনু মারমা। ৩৯ মিনিটে অধিনায়ক রুমা আক্তার গোল করলে ৩-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় লাল-সবুজ জার্সিধারী মেয়েরা।

বিরতির পর ব্যবধানে বৃদ্ধি করতে বেশি সময় নেয়নি বাংলাদেশ। ৫৩ মিনিটে থুইনু মারবা নিজের দ্বিতীয় গোল করলে বাংলাদেশ এগিয়ে যায় ৪-০ ব্যবধানে। ৬০ মিনিটে সুরভী আকন্দ প্রীতির পেনাল্টি থেকে করা গোল বড় জয়ের দিকে এগিয়ে দেয় বাংলাদেশের মেয়েদের।

ম্যাচের ৮২ মিনিটে আবার পেনাল্টি পায় বাংলাদেশ। কোন ভুল করেননি তৃষ্ণা। তার গোলে বাংলাদেশ এগিয়ে যায় ৬-০ ব্যবধানে। পরে আর গোল করতে না পারায় ৬-০ ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ