ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ জয় বাংলাদেশের

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ এপ্রিল ২৮ ১০:৩৫:০৮
শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ জয় বাংলাদেশের

কলম্বোর পি সারা ওভালে শুরুতে ব্যাট করে ১১৬ রানের স্বল্প সংগ্রহ পায় বাংলাদেশ। টাইগ্রেসদের টপঅর্ডারের প্রায় সবাই ব্যর্থ হন। শেষ দিকে সালমা খাতুন ও জাহানারা আলমের ব্যাটে ভর করে ১১৬ রানের পুঁজি পায় বাংলাদেশ। সালমা ৬০ বলে ৩২ ও জাহানারা ৩৮ বলে ১৬ রান করেন।

মিডলঅর্ডারে ১৭ রান আসে রিতু মনির ব্যাট থেকে। জ্যোতি করেন ১১ রান। শ্রীলঙ্কা একাদশের হয়ে মদুশিখা, মাদারা, ও থারুকা শেহান ২টি করে উইকেট নেন। একটি করে উইকেট পান ভিহাঙ্গা ও নিরমলা।

রান ডিফেন্ড করতে নেমে ফাহিমা খাতুনের ঘূর্ণিতে এলোমেলো হয়ে যায় শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপ। ফাহিমা ২২ রান খরচায় একাই নেন ৪ উইকেট। বাকিদের মধ্যে দুটি করে উইকেট পান দিশা বিশ্বাস ও নাহিদা আক্তার, এক উইকেট নেন সালমা।

স্বাগতিকদের হয়ে সর্বোচ্চ ২৪ রান করেন ওপেনার উমাশা থিমেশানি। ৮ জনই আউট হন দশের নিচের। ওয়াথসালা ১৯ ও মদুশিখা করেন ১৮ রান।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ