ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

শেষ হলো বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ এপ্রিল ২৮ ১৪:৫৫:৩৫
শেষ হলো বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল

কলম্বোর পি সারা ওভালে শুরুতে ব্যাট করে ১১৬ রানের স্বল্প সংগ্রহ পায় বাংলাদেশ। টাইগ্রেসদের টপঅর্ডারের প্রায় সবাই ব্যর্থ হন। শেষ দিকে সালমা খাতুন ও জাহানারা আলমের ব্যাটে ভর করে ১১৬ রানের পুঁজি পায় বাংলাদেশ। সালমা ৬০ বলে ৩২ ও জাহানারা ৩৮ বলে ১৬ রান করেন।

মিডলঅর্ডারে ১৭ রান আসে রিতু মনির ব্যাট থেকে। জ্যোতি করেন ১১ রান। শ্রীলঙ্কা একাদশের হয়ে মদুশিখা, মাদারা, ও থারুকা শেহান ২টি করে উইকেট নেন। একটি করে উইকেট পান ভিহাঙ্গা ও নিরমলা।

রান ডিফেন্ড করতে নেমে ফাহিমা খাতুনের ঘূর্ণিতে এলোমেলো হয়ে যায় শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপ। ফাহিমা ২২ রান খরচায় একাই নেন ৪ উইকেট। বাকিদের মধ্যে দুটি করে উইকেট পান দিশা বিশ্বাস ও নাহিদা আক্তার, এক উইকেট নেন সালমা।

স্বাগতিকদের হয়ে সর্বোচ্চ ২৪ রান করেন ওপেনার উমাশা থিমেশানি। ৮ জনই আউট হন দশের নিচের। ওয়াথসালা ১৯ ও মদুশিখা করেন ১৮ রান।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ