ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

মাঠে নামার আগেই মাথা পরিষ্কার থাকুক বললেন হেড কোচ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ এপ্রিল ২৯ ১৩:৪৯:৩২
মাঠে নামার আগেই মাথা পরিষ্কার থাকুক বললেন হেড কোচ

দ্বিতীয় মেয়াদে কোচিং করাতে আসা হাথুরুসিংহে বাংলাদেশের ব্যাটিং অর্ডারকে ভালোভাবেই জানেন। ওপেনারদের দ্রুত ফিরে যাওয়ার সমস্যাটা তাঁর মাথায় আছে এবং সেটা সমাধানের চেষ্টাও করছেন। সিলেট স্টেডিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যাটসম্যানদের কাছে প্রত্যাশাটা খোলাখুলিই জানালেন লঙ্কান এই কোচ, ‘ওপেনার হলে ১০ ওভার ব্যাট করতে হবে, কীভাবে শুরু করতে হবে এবং ফিল্ডিং রেস্ট্রিকশনের (৩০ গজের মধ্যে ফিল্ডার রাখার বাধ্যবাধকতা) সর্বোচ্চ ব্যবহার কীভাবে করতে হবে সেটাও ভাবতে হবে। মাঝে ব্যাট করলে পরিস্থিতি অন্যরকম থাকবে। কখনো চারজন বা পাঁচজন আউট হওয়ার পর আসতে হবে (ব্যাটিংয়ে)।’

হাথুরুসিংহে এমন পরিস্থিতিতে ব্যাটিংয়ের সমাধানও দিলেন, ‘কীভাবে শুরু করতে হবে সেটা অনুশীলন করা গুরুত্বপূর্ণ। যদি এভাবে অনুশীলন না করেন তাহলে উইকেটে গিয়ে থমকে যেতে হবে, যেটা আমরা চাই না। আমরা চাই কোন পরিস্থিতিতে কেমন খেলতে হবে সে বিষয়ে সবার মাথা পরিষ্কার থাকুক।’

ঘরের মাঠে সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে আক্রমণাত্মক ক্রিকেট খেলেছে বাংলাদেশ। আইরিশদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচেই রান উঠেছিল দুই শর বেশি। তার আগে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও দেখা গেছে আক্রমণাত্মক ধারা। হাথুরুসিংহের কাছে জানতে চাওয়া হয়েছিল, সামনেই যেহেতু ওয়ানডে বিশ্বকাপ তাই দলের খেলার মানসিকতাটা কেমন হবে?

বাংলাদেশ কোচের কথায় বোঝা গেল, আক্রমণাত্মক মানসিকতা নিয়ে খেলেই অক্টোবর থেকে ভারতে শুরু হতে যাওয়া বিশ্বকাপে যেতে চান হাথুরুসিংহে। অর্থাৎ, ইংল্যান্ডের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজেও ইতিবাচক ও আগ্রাসী ক্রিকেট খেলবে বাংলাদেশ দল।

হাথুরুসিংহে বললেন, ‘সব সময় আগ্রাসী ক্রিকেট খেলার মানসিকতা থাকবে আমাদের। এর মানে এই না যে, বল মেরে স্টেডিয়ামের বাইরে পাঠাতে হবে। আগ্রাসী ক্রিকেট মানে হলো, যা-ই করি না কেন, ইতিবাচক মানসিকতা নিয়ে করতে হবে। পাশাপাশি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও আগ্রাসী থাকা, সেটা হোক দল বাছাই কিংবা ফিল্ড প্লেসিং কিংবা কী ধরনের বোলিং করা হবে। আমরা ছেলেদেরকে এই স্বাধীনতা দিতে যাই, যেন তারা মাঠে গিয়ে নিজেদের মেলে ধরতে পারে।’

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ