ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

আর কি আইপিএল খেলতে ফিরে আসবেন লিটন

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ এপ্রিল ২৯ ১৬:১৫:৫৮
আর কি আইপিএল খেলতে ফিরে আসবেন লিটন

এমনিতে এবার আইপিএলের প্রথম থেকে ভারতে আসেননি লিটন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে তাঁকে যে ‘নো-অবজেকশন সার্টিফিকেট’ (এনওসি) দেওয়া হয়েছে, সেটার মেয়াদ আগামী ১ মে পর্যন্ত আছে। তারপর আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলার জন্য ইংল্যান্ডে পাড়ি দেবে বাংলাদেশ। যে দলে আছেন লিটন এবং শাকিব আল হাসান (যিনি নিজেও কলকাতা নাইট রাইডার্সের খেলোয়াড়, তবে এবার আসেননি)। সেই পরিস্থিতিতে লিটন যে আইপিএল খেলতে ভারতে ফিরবেন না, তা মোটামুটি নিশ্চিত বলে সংশ্লিষ্ট মহলের ধারণা।

লিটন যদি ফিরতেন, তাহলেও সম্ভবত কেকেআর তাঁকে খেলাত না। কারণ জেসন রয় যে কয়েকটি ম্যাচে খেলেছেন, প্রতিটি ম্যাচেই রান পেয়েছেন। তিনটি ম্যাচে ১৬০ রান করে ফেলেছেন। গড় ৫৩.৩৩। সর্বোচ্চ ৬১ রান করেছেন। স্ট্রাইক রেট ১৭০.২১। দুটি অর্ধশতরান করেছেন। শুধু তাই নয়, এবার কেকেআরের ওপেনিংয়ে যে ঢিমেগতিতে শুরু প্রবণতা ছিল, তা কাটিয়ে দিয়েছেন। অন্যরা যখন ঢিমেতালে খেলেছেন, তখন মেরে খেলছেন রয়।

সেই পরিস্থিতিতে রয়কে সরিয়ে লিটনকে খেলানোর তেমন সুযোগ ছিল না। একমাত্র রয় যদি চোট পান, তাহলেই লিটন খেলতে পারতেন। আজ যেমন গুজরাটের বিরুদ্ধে হয়েছে। চোটের কারণে রয় খেলতে পারছেন না। পরিবর্তে এসেছেন রহমানউল্লাহ গুরবাজ।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ