ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

পিএসজির সাথে চুক্তি শেষের দিকে, নেইমারকে পেতে ইংলিশ জায়ান্টদের লড়াই

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ এপ্রিল ৩০ ১৫:২৮:১৬
পিএসজির সাথে চুক্তি শেষের দিকে, নেইমারকে পেতে ইংলিশ জায়ান্টদের লড়াই

আগামী জুনে পিএসজিতে নেইমার অধ্যায়ের অবসান হতে পারে। কেননা ফরাসি ক্লাবটিতে নিজের ভবিষ্যৎ নিয়ে বেশ চিন্তিত তিনি। আর এ কারণে গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে নেইমারকে ছেড়ে দিতে পারে পিএসজি।

তবে পিএসজি ছাড়ার আগেই নেইমারের ওপর বিশেষভাবে নজর রেখেছে ইংলিশ প্রিমিয়ার লিগের তিন জায়ান্ট ক্লাব। এ তালিকায় রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি ও চেলসির মতো ক্লাবগুলো। ফিচাজেসের বরাত দিয়ে এমনটা জানিয়েছে ফুটবল বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট গোলডটকম।

গোলডটকমের এক প্রতিবেদনে বলা হয়, প্যারিসে বেশ কয়েকটি মৌসুম পার করার পর পিএসজিতে নেইমার তার ভবিষ্যত নিয়ে বেশ উদ্বিগ্ন। যদিও বর্তমানে তিনি ইনজুরি থেকে সেরে ওঠার চেষ্টায় রয়েছেন। তার ক্লাব পিএসজিও নেইমারকে বিক্রি করতে ইচ্ছুক।

জানা গেছে, ফরাসি ক্লাবটি গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে নেইমারকে ছেড়ে দিবে। তবে মূল সমস্যা হলো তার বেতন।

পিএসজিতে তিনি যে পরিমাণ বেতন পান এই বেতন দিতে পারবে বিশ্বের হাতে গোনা কয়েকটি ক্লাব। এখন দেখার বিষয় তার ক্লাব পিএসজি তাকে বিক্রির জন্য কতমূল্য ধার্য্য করে।

২০২২-২৩ মৌসুমটা দারুণভাবে শুরু করেছিলেন নেইমার। ২৯ ম্যাচ থেকে ১৮ গোল করে ফেলেছিলেন তিনি। কিন্তু হঠাৎ গোড়ালির ইনজুরিতে পড়ে পুরো মৌসুম শেষ হয়ে যায় ব্রাজিল তারকার। ৩১ বছর বয়সী ফরোয়ার্ড সবশেষ ম্যাচ খেলেন গত ১৯ ফেব্রুয়ারি লিগ ওয়ানে লিলের বিপক্ষে।

এরপর থেকেই মাঠের বাইরে নেইমার। এছাড়া ২০২৭ সাল পর্যন্ত পিএসজির সঙ্গে চুক্তিবদ্ধ আছেন তিনি। তবু তাকে পেতে চাচ্ছে রেড ডেভিলসরা।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ