ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

বিশ্বের শীর্ষে পাঁচে থাকবে সৌদি লিগঃ-রোনালদো

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ মে ২৪ ১৫:৩৮:০৮
বিশ্বের শীর্ষে পাঁচে থাকবে সৌদি লিগঃ-রোনালদো

অবশ্য আল নাসরে অম্ল-মধুর সময় কাটাচ্ছেন রোনালদো। দলটির হয়ে কখনো দুর্দান্ত করছেন আবার কখনো বা খেই হারিয়ে ফেলছেন তিনি। এতে প্রশংসার পাশাপাশি মুদ্রার উল্টো পিঠও দেখতে হচ্ছে এ পর্তুগিজ তারকাকে।

বর্তমান ক্লাব আল নাসরের ভবিষ্যৎ নিয়ে রোনালদো বলেন, আগামীতে শীর্ষ পাঁচ লিগের মধ্যে সৌদি প্রো লিগ থাকবে।

মঙ্গলবার আল শাবাবের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে থাকার পর ঘুরে দাঁড়িয়ে রোনালদোর দুর্দান্ত গোলে ম্যাচ জিতে নেয় আল নাসর।

ম্যাচ শেষে ৩৮ বছর বয়সী তারকা এসএসসি টিভিকে বলেন, ‘আমরা এখন অনেক ভালো। সৌদি লিগ ক্রমে উন্নতি করে চলেছে এবং সামনের বছর আরো ভালো হয়ে উঠবে। আমি মনে করি, আস্তে আস্তে এই লিগ বিশ্বের শীর্ষ পাঁচ লিগের মধ্যে থাকবে। তবে সেজন্য সময় লাগবে, ফুটবলারদের আসতে হবে এবং অবকাঠামো লাগবে।’

তিনি আরো বলেন, ‘তবে আমি বিশ্বাস করি, এই দেশ ও এই লিগের অসাধারণ সম্ভাবনা আছে। এখানকার মানুষ দারুণ। এই লিগও একদিন দুর্দান্ত হয়ে উঠবে বলে আমি মনে করি।’

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ