ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

পাকিস্তানের এশিয়া কাপ নিয়ে নতুন বয়ান ধরলেন ভারতীয় তারকা

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ জুন ১৮ ১২:৫০:৩০
পাকিস্তানের এশিয়া কাপ নিয়ে নতুন বয়ান ধরলেন ভারতীয় তারকা

তার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে একটি ভিডিও শেয়ার করে ৪৫ বছরের আকাশ চোপড়া বলেন, “এখন পাকিস্তানও বিশ্বকাপ খেলতে ভারতে আসবে। এতে কোন সন্দেহ নেই কারণ আইসিসির কোন টুর্নামেন্টে আপনি বলতে পারবেন না যে আমরা যাব না। এই টুর্নামেন্টে খেলতেই হবে। না খেলে কোন উপায়ই নেই।”

এই ব্যাপারে তিনি আরও বলেন, “এশিয়া কাপে আপনি সেটা করতে পারেন। এখানে বলতে পারেন আমরা এই দল ছাড়া খেলব না বা এখানে খেলতে চাই না। কিন্তু এশিয়া কাপ টুর্নামেন্টে পাকিস্তান না থাকলে কী হবে? এটা হবে টপিংস ছাড়া পিজ্জা বা চিনি ছাড়া চা বা চা পাতা ছাড়া চায়ের মতো। পাকিস্তান এশিয়া কাপ না খেললে মজা থাকবে না। তাই তাদের এই টুর্নামেন্টে চাই। না থাকলে পুরো বিষয়টা ম্যাড়ম্যাড়ে হয়ে যাবে।”

ম্যাচ হবে পাকিস্তান ও শ্রীলঙ্কায়

এটা অবশ্যই জানিয়ে রাখা ভালো যে, এশিয়া কাপ ২০২৩-এ মোট ১৩টি ম্যাচ হবে যার মধ্যে ৪টি ম্যাচ পাকিস্তানে এবং ৯টি ম্যাচ শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে। এর বাইরে সংযুক্ত আরব আমিরশাহীকে বিকল্প বেছে আলোচনা হচ্ছিল। কিন্তু অতিরিক্ত গরমের কারণে ভারত সেখানে খেলতে অস্বীকার করে। তাই শেষ পর্যন্ত এই টুর্নামেন্ট পাকিস্তান ও শ্রীলঙ্কায় খেলা হবে।

এবারের এশিয়া কাপ ওয়ানডে ফর্ম্যাটে অনুষ্ঠিত হবে এবং এতে অংশ নিতে চলেছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, বাংলাদেশ ও নেপাল। একই গ্রুপে রয়েছে ভারত, নেপাল ও পাকিস্তান। অন্যদিকে, দ্বিতীয় গ্রুপে থাকবে শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তান। দুই গ্রুপ থেকে দুটি করে দল সুপার ৪-তে উঠবে। এরপর রাউন্ড রবিন ফর্ম্যাটে সুপার ৪-এ মোট ৬টি ম্যাচ খেলা হবে। এরপর দুটি দল ফাইনালে উঠবে এবং তাদের মধ্যে ট্রফি জয়ের লড়াই হবে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ