ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

নতুন ক্লাব মায়ামিতে মেসির বেতন সুবিধার কথা ফাঁস

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ জুন ২০ ১৭:৩০:৫২
নতুন ক্লাব মায়ামিতে মেসির বেতন সুবিধার কথা ফাঁস

এছাড়াও নিজের সোশ্যাল অ্যাকাউন্টেও সেই ঘোষণার প্রতিফলন করতে পারছেন না। কেননা চলতি মাসের পুরোটা সময়ই তিনি কাগজপত্রে পিএসজির চুক্তিবদ্ধ খেলোয়াড়।

এদিকে এমএলএসের দলবদলের দরজা খুলবে ৫ জুলাই। এরপরই দুই পক্ষের চুক্তি স্বাক্ষর হবেন। মেসির নর্থ আমেরিকার ক্লাবটিতে যোগ দেয়া যুক্তরাষ্ট্রের ফুটবল লিগের সেরা ঘটনা হতে যাচ্ছে বলে উল্লেখ করেছে দেশটির অনেক সংবাদ মাধ্যম। তবে ঐতিহাসিক ওই চুক্তির বেতন-ভাতা, সুযোগ-সুবিধা নিয়ে সুস্পষ্ট ধারণা পাওয়া যায়নি।

এবার সেখানে মেসির বেতন-ভাতা, সুযোগ-সুবিধা নিয়ে একটি ধারণা দিয়েছে সংবাদ মাধ্যম স্পোর্টিকো। তাদের মতে, মেসি ইন্টার মায়ামির সঙ্গে আড়াই বছরের চুক্তি করছেন। ২০২৬ সাল পর্যন্ত চুক্তির ঐচ্ছিক শর্তও থাকবে। এই আড়াই বছরে মেসি ক্লাব থেকে বেতন ও সাইনিং বোনাস বাবদ ১৫০ মিলিয়ন ইউএস ডলার পাবেন। চুক্তিতে অবসরের পর ইন্টার মায়ামির অংশীদার হওয়ার সুযোগও থাকবে।

তবে মেসির যুক্তরাষ্ট্র যাত্রায় ওটাই শেষ আয় নয়। তিনি অ্যাপল, অ্যাডিডাস ও ফ্যানাটিকস থেকে রেভিনিউ শেয়ার পাবেন। তবে সেটা কত হতে পারে ধারণা দেয়নি স্পোর্টিকো। বিষয়টি নিয়ে এখনও কাজ চলছে বলে জানিয়েছে তারা। মেসির ইন্টার মায়ামিতে চুক্তির ওটাই সবচেয়ে আকর্ষণীয় দিক বলেও মনে করা হচ্ছে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ