ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

হুট করে আঈসিসি থেকে বিশাল সুখবর পেল শান্ত

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ জুন ২১ ২১:৩৭:৩১
হুট করে আঈসিসি থেকে বিশাল সুখবর পেল শান্ত

এ ছাড়া দ্বিতীয় ইনিংসের সেঞ্চুরিয়ান মুমিনুল হকেরও উন্নতি হয়ে র্যাঙ্কিংয়ে। ব্যাটারদের মধ্যে শান্ত অবস্থান ছিল র্যাঙ্কিংয়ের ৭৯ নম্বরে। আফগানিস্তানের বিপক্ষে জোড়া সেঞ্চুরিতে পেয়েছেন ১১২ রেটিং পয়েন্ট। তাতে ক্যারিয়ার সেরা ৫০৩ রেটিং পয়েন্ট নিয়ে শান্ত উঠে এসেছেন ৫৪ নম্বরে।

৩০ রেটিং পয়েন্ট যোগ হয়েছে মুমিনুলের খাতায়। ৫০৪ রেটিং পয়েন্ট নিয়ে তার অবস্থান ৫৩ নম্বরে। এর আগে বাঁহাতি মিড অর্ডার ব্যাটারের রেটিং পয়েন্ট ছিল ৪৭৪। টেস্ট ব্যাটারের মধ্যে সেরা ৫০-এ আছেন বাংলাদেশের চার ব্যাটার। ২ রেটিং পয়েন্ট হারিয়ে ৬৮২ রেটিং নিয়ে ১৮ নম্বরে নেমে গেছে লিটন কুমার দাস। যদিও দ্বিতীয় ইনিংসে অর্ধশতক ছিল তার। ১ ধাপ নেমে গেছেন মুশফিকুর রহিম। ১৮ রেটিং পয়েন্ট খুইয়ে নিউজিল্যান্ডের ডেভন কনওয়ের সঙ্গে ২০ নম্বরে আছেন তিনি।

আফগানদের বিপক্ষে খেলেননি সাকিব আল হাসান ও তামিম ইকবাল। এর প্রভাব পড়েছে সদ্য প্রকাশিত আইসিসির র্যাঙ্কিংয়েও। ৬ রেটিং পয়েন্ট খুইয়ে সাকিব নেমে গেছেন ৪০ নম্বরে। আর ৪৫ থেকে ৪৬ নম্বরে নেমে যাওয়া তামিম ইকবালের রেটিং পয়েন্ট এখন ৫৪৫।

এদিকে সব মিলিয়ে ব্যাটারদের শীর্ষে আছেন ইংল্যান্ডের জো রুট। তার রেটিং পয়েন্ট ৮৮৭। দুইয়ে থাকা নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসনের রেটিং পয়েন্ট হচ্ছে ৮৮৭। আর ৮৭৭ রেটিং পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছেন অস্ট্রেলিয়ার মারনাস লাবুশেন।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ