ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

যে কারনে আটক নেইমারের বাবা

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ জুন ২৪ ১৫:১০:১২
যে কারনে আটক নেইমারের বাবা

এএফপি ও রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার মানাগারাতিবা থেকে নেইমারের বাবাকে আটক করে পুলিশ। এরপর ব্রাজিল তারকার মালিকানাধীন স্থাপনায় অবকাঠামো নির্মাণ বন্ধ করে দেয় মানাগারাতিবা কর্তৃপক্ষ। ব্রাজিলের রিও ডি জেনিরোর দক্ষিণ উপকূলে মানগারাতিবায় স্থাপনাটি অবস্থিত।

মানাগারাতিবা স্থানীয় সরকার কর্তৃপক্ষ বিবৃতিতে জানিয়েছে, নেইমারের মালিকানাধীন বিলাসবহুল প্রকল্পটিতে বেশ কিছু আইন ভঙ্গ করা হয়েছে। যার মধ্যে রয়েছে সমুদ্রের পানি চলাচলের গতিপথ পাল্টে দেওয়া, কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে নদীর পানি ব্যবহার, সমুদ্র থেকে বালু এবং পাথর উত্তোলন।

মানাগারাতিবা সিভিল পুলিশ অভিযান চালিয়ে আটক করে নেইমারের বাবাকে। আটকের কিছুক্ষণের মধ্যে তাকে ছেড়ে দেয়। এ ঘটনায় ছাড়া পেলেও ৫ মিলিয়ন ব্রাজিলিয়ান রিয়াল জরিমানা করা হয়েছে ব্রাজিল তারকার বাবাকে।

দীর্ঘদিন ধরে ইনজুরিতে পড়ে মাঠের বাইরে আছেন নেইমার। তবে তিনি পারিবারিক নানা সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন। সম্প্রতি সন্তানসম্ভবা প্রেমিকার সঙ্গে বিশ্বাসঘাতকতার কারণে ক্ষমা চেয়েছেন। এ ঘটনার কারণে এক দিনের ব্যবধানে ইনস্টাগ্রামে দুই লাখের ওপর ফলোয়ার হারিয়েছেন ব্রাজিলিয়ান তারকা। ২০১৬ সালে মানাগারাতিবায় ১০ হাজার বর্গমিটারের জায়গা কেনেন ব্রাজিলিয়ান তারকা।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ