ঢাকা, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

সিরিজ নির্ধারণী ম্যাচের আগে দুঃসংবাদ পেল টাইগ্রেসরা

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ জুলাই ২১ ১৯:১৯:৫৫
সিরিজ নির্ধারণী ম্যাচের আগে দুঃসংবাদ পেল টাইগ্রেসরা

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ১-১ ব্যবধানে ড্র থাকায় সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি দুই দলের জন্যই অলিখিত ফাইনালের মতোই। একদিকে বাংলাদেশের সামনে হাতছানি প্রথমবারের মতো ভারতকে ওয়ানডে সিরিজে হারিয়ে ইতিহাস রচনা করা, আর ভারতের সামনে লক্ষ্য টি-টোয়েন্টির পর ওয়ানডে সিরিজের শিরোপা নিয়ে ঘরে ফেরা।

মহা গুরুত্বপূর্ণ এই ম্যাচটি মাঠে গড়াবে শনিবার (২২ জুলাই) সকাল সাড়ে ৯টায়।

একদিকে ইতিহাস রচনার হাতছানি দেখতে পাচ্ছে বাংলাদেশ, একই সঙ্গে দুশ্চিন্তার কালো মেঘ জমতে শুরু করেছে টাইগ্রেস শিবিরে।

ফিটনেস ইস্যুতে শেষ ওয়ানডেতে মাঠে নামা নিয়ে শঙ্কা রয়েছে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির। টাইগ্রেস এই উইকেটরক্ষক ব্যাটারের ভবিষ্যৎ নির্ধারিত হবে ম্যাচের ঠিক আগ মুহূর্তে।

শুক্রবার ম্যাচপূর্ব সংবাদসম্মেলনে এ তথ্য জানিয়েছেন নারী দলের হেড কোচ হাসান তিলকারত্নে।

তিলকারত্নে বলেন, ‘জ্যোতি এখনও পুরোপুরি ফিট নয়। আগামীকাল একটা ফিটনেস টেস্ট হবে। এরপর সকালে আমরা সিদ্ধান্ত নেব।’

এদিকে তৃতীয় ওয়ানডেতেও মাঠে নামা অনিশ্চিত প্রথম ওয়ানডেতে অভিষিক্ত হওয়া স্বর্ণা আক্তারের। অভিষিক্ত হলেও এখনও মাঠে নামা হয়নি এই বোলারের। শেষ ম্যাচেও তার থাকা হচ্ছে না বলে নিশ্চিত করেছেন লঙ্কান এই কোচ।

হাসান বলেন, ‘স্বর্ণা এই মুহূর্তে আনফিট।’

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

সিলকো ফার্মার নগদ লভ্যাংশ ঘোষণা

সিলকো ফার্মার নগদ লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রতিষ্ঠান সিলকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড তার সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য মুনাফার অংশ বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছে। সর্বশেষ ৩০ জুন, ২০২৫... বিস্তারিত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়: জাতিসংঘের বিবৃতিতে উদ্বেগ প্রকাশ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়: জাতিসংঘের বিবৃতিতে উদ্বেগ প্রকাশ

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট মানবতাবিরোধী অপরাধের মামলায় ঘোষিত মৃত্যুদণ্ডের রায়ের বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে জাতিসংঘের... বিস্তারিত