ঢাকা, শনিবার, ১৬ আগস্ট ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২

যার কথা অনুযায়ী ব্যাটিং অর্ডারে পরিবর্তন হয়, জানালেন টিম ডিরেক্টর

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ অক্টোবর ১৬ ২১:১৭:০৯
যার কথা অনুযায়ী ব্যাটিং অর্ডারে পরিবর্তন হয়, জানালেন টিম ডিরেক্টর

চলমান বিশ্বকাপে তিনটি ম্যাচের দুটিতেই হেরেছে বাংলাদেশ। যেখানে বড় দায়িত্ব বর্তায় ব্যাটসম্যানদের ওপর। তাই স্বাভাবিকভাবেই আলোচনা হচ্ছে বাংলাদেশ দলের ব্যাটসম্যানদের ব্যাটিং পজিশনের পরিবর্তন নিয়ে। চন্দিকা হাথুরুসিংহে ও সাকিব আল হাসানকে পুরো দায়িত্ব দিয়েছেন বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালিদ মাহমুদ সুজন।

আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপে অভিষেক ম্যাচেই তিন নম্বরে নেমেছেন মেহেদি হাসান মিরাজ। ওই ম্যাচে নাজমুল হোসেন শান্ত চতুর্থ স্থানে নেমে যান। এই ম্যাচে বাংলাদেশ জিতেছে। পরের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে তিন রানে পিছিয়ে থাকতে দেখা যায় শান্তকে। এদিন অধিনায়ক সাকিব নিজেই নেমে গিয়েছিলেন চতুর্থ স্থানে। যেখানে মিরাজ রয়েছেন পাঁচ নম্বরে। এই ম্যাচে হারের পর নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের আগের লাইন আপে ফিরে যায় বাংলাদেশ। এবার ৩টায় মিরাজ ও ৪টায় নমন শান্ত। তবে হার এড়াতে পারেনি বাংলাদেশ।

ব্যাটিং অর্ডারে এমন ঘন ঘন পরিবর্তনের পক্ষে নন সুজান। নির্দিষ্ট পজিশনে পারদর্শী ব্যাটসম্যানের অবস্থান পরিবর্তন করতে চান না তিনি। তবে কোচ ও অধিনায়কের সিদ্ধান্তে আস্থা রাখার কথা বলছেন সাবেক এই ক্রিকেটার।

সুজন বলেন, 'আমি মনে করি নির্দিষ্ট ব্যাটিং পজিশন গুরুত্বপূর্ণ। কেন আমরা বিশেষজ্ঞরা বলি? সঠিক? একথা বলছেন ওপেনার বিশেষজ্ঞ, তিন নম্বর বিশেষজ্ঞ ড. মিরাজ কিছু এলাকায় সফল হয়েছে। কিন্তু যেহেতু আমাদের ব্যাটিং অর্ডার দীর্ঘ, তাই কিছু পরিকল্পনা (কোচ ও অধিনায়ক) থাকতেই পারে।

তবে আমার মনে হয় শান্তা কখনো বলেনি যে সে তিন, চার, পাঁচ খেলবে না। দলের চাহিদা অনুযায়ী তাকে খেলতে হতে পারে। কিন্তু প্রশ্ন ছিল শান্তা গত দেড় বছর ধরে সব ফরম্যাটে তিন নম্বরে ব্যাট করছেন। এটি তার লে-আউট অবস্থান হতে পারে। আমি অবাক হই কি না, সেটা অধিনায়ক-কোচের সিদ্ধান্ত। এই অধিকার নিয়েই এগিয়ে যেতে হবে।'- সুজন আরও বলেন।

শুধু টপ অর্ডারই নয়, বাংলাদেশ দলের লোয়ার মিডল অর্ডারও ভালো পারফর্ম করছে। এদিকে তৌহিদ হৃদয়কে বাদ দেওয়া বা মাহমুদুল্লাহ রিয়াদের মতো অভিজ্ঞ ব্যাটসম্যানদের বাদ দেওয়া নিয়ে সমালোচনা শুরু হয়েছে।

এ বিষয়ে কথা বলতে গিয়ে সুজন আরও বলেন, 'ওয়ানডেতে এমন পরিস্থিতি থাকে যে মাঝে মাঝে পরিবর্তন আনতে হয়। মিরাজ ও শান্তর কথা, আমরা প্রায়ই বাঁ হাত এবং ডান হাতের কথা ভাবি। কোচ-অধিনায়কও একই কথা ভাবছেন। কখনও কখনও এই প্রয়োজন হয় না. আর হৃদয়ের ব্যাপারটা হলো আমরা যেহেতু সাকিবকে পাঁচ নম্বরে আর মুশফিকুরকে ছয় নম্বরে খেলছি, তাহলে হৃদয় সাত নম্বরে পৌঁছাবে এটাই স্বাভাবিক।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ