জাকেরের ঝড়ো ব্যাটিং নিয়ে যা বললেন মিরাজ
.jpg)
বিপিএলের পরপরই টি-টোয়েন্টি সিরিজ। পূর্ণকালীন অধিনায়ক হিসেবে অভিষেক নাজমুল হোসেন শান্তর। শ্রীলঙ্কার প্রতিপক্ষও বেশ পরিচিত। সিলেটে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে প্রত্যাশা কম ছিল না বাংলাদেশের। কিন্তু জয়ের খুব কাছে গিয়েও হারতে হয়েছে বাংলাদেশ দলকে। তবে হার ছাপিয়েও সেদিন আলোচনায় ছিল অভিষিক্ত জাকের আলি অনিকের দানবীয় ব্যাটিং।
ম্যাচ শেষ হওয়ার দুদিন পরও সেই হার নিয়ে আলোচনা চলছে। জাকের বন্দনায় যোগ দিলেন জাতীয় দলের আরেক তারকা মেহেদি হাসান মিরাজও। গতকাল (মঙ্গলবার) ক্রিকেট টুর্নামেন্টে যাওয়ার সময় মিরাজ বলেন, “ম্যাচ জিততে পারলে খুব ভালো হতো। আমার মনে হয় একটা জিনিস হল যেহেতু আমরা ২০০ রান করতে পেরেছি। যদি আমরা যেভাবে খেলি, আমি মনে করি না যে আমরা টি-টোয়েন্টিতে অনেক ম্যাচ হারব। হয়তো আমরা পরের ম্যাচ জিতব। যদি তাই হয় আমরা খেলতে পারি। "
মিরাজের কাছে এ সময় জাকের আলি সম্পর্কে জানতে চাইলে ভূয়সী প্রশংসা করে বলেন, 'অনিক অসাধারণ খেলেছে। ওর জন্য এটা দরকার ছিল। আমি মনে করি ও এটা ডিজার্ভ করে। কারণ সে অনেক পারফর্ম করেছে। ঘরোয়া ক্রিকেটে, বিপিএলে অনেক ভালো খেলেছে গত ২-৩ বছর। এ বছরও অনেক ভালো খেলেছে। আমি মনে করি সে যেটা ডিজার্ভ করে সেটাই ও খেলেছে।’
তিনি আরও যোগ করেন, ‘এটা ওর ভবিষ্যতের জন্য ভালো হয়েছে। যেটা সবাই দেখেছে। এত চাপের ম্যাচ ছিল। ডেব্যু ম্যাচ ছিল অত সহজ ছিল না উইকেট পড়ে গিয়েছে। ওভারল আমি মনে করি কালকের ম্যাচটা অনেক ভালো ছিল। বিশেষ করে অনিক এবং রিয়াদ ভাই দুজনই অনেক ভালো ব্যাটিং করেছে।’
সিরিজে এখনও বাকি আছে ২ ম্যাচ। মিরাজ ভাবছেন এখান থেকে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ, ‘হারলে অবশ্যই খারাপ লাগে। কাছে গিয়ে হারলে নিজেদের কাছে একটু স্বস্তি আসে। আমাদের ছোট ছোট যে ঘাটতিগুলো আছে এগুলা যদি উন্নত করতে পারি তাহলে আমাদের জন্য সহজ হয়ে যাবে। আশা করি এগুলো নিয়ে টিম ম্যানেজমেন্ট কাজ করছে কোন জায়গায় উন্নতি লাগবে তা নিয়ে কাজ করছে। আশা করি পরের ম্যাচে ভালো করতে পারব।’ এছাড়া বিপিএলে দেশিদের পারফরম্যান্স নিয়েও আশাবাদী মিরাজ। এই প্রসঙ্গে মিরাজ জানান, ‘দেশি প্লেয়াররা যদি ভালো খেলি তাহলে আমাদের দেশের ক্রিকেট উন্নতি করবে। আন্তর্জাতিকে গিয়ে আমরা চাপের সময়টা সামাল দিতে পারব। যে জিনিসটা অনিক করেছে। ২-৩ বছর পারফর্ম করেছে। ও একই পজিশনে খেলেছে। চাপ সামাল কীভাবে দিতে হয় সে অই জিনিসটা জানে। হয়ত সেটার একটা প্রতিচ্ছবি হয়েছে শেষ ম্যাচে। সে ভালো ক্রিকেট খেলেছে। এটাই আসলে। হুট করেই আপনি একজনকে জাতীয় দলে ডেব্যু করিয়ে দিলেন। পরে তার কাছ থেকে অনেক কিছু আশা করলেন। এটা কঠিন। এই টুর্নামেন্টের মাধ্যমে অনেক নার্ভ বা অনেক ভালো ভালো জিনিসগুলো বেরিয়ে আসে।’
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- SSC Result 2025: দুপুর ২টায় প্রকাশ, কীভাবে দেখবেন ফলাফল
- এসএসসি ফল পুনঃনিরীক্ষণ ২০২৫: ঘরে বসেই যেভাবে করবেন বোর্ড চ্যালেঞ্জ
- চলছে SSC বোর্ড চ্যালেঞ্জ ২০২৫: খাতা চ্যালেঞ্জ করবেন সবার আগে যেভাবে
- এসএসসির ফল পুনর্নিরীক্ষার তারিখ ঘোষণা: ‘বোর্ড চ্যালেঞ্জ’ করবেন যেভাবে
- আর মাত্র ৪ দিন! এসএমএস করে SSC বোর্ড চ্যালেঞ্জ করবেন যেভাবে
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা: টস শেষ বাংলাদেশের একাদশে তিন পরিবর্তন
- SSC ফল পুনঃনিরীক্ষণ শুরু আজ: খাতা চ্যালেঞ্জের নিয়ম ও আবেদন খরচ
- চেলসি বনাম পিএসজি ফাইনাল: পরিসংখ্যান, লাইভ ম্যাচ ও ভবিষ্যদ্বাণী
- চেলসি বনাম পিএসজি ফলাফল: একতরফা লড়াইয়ে শেষ ক্লাব বিশ্বকাপ ফাইনাল
- ২০২৫ সালের এসএসসি ফলাফল: ৬ লাখ ৬৬০ জন ফেল করেছে
- এসএসসি ও দাখিল রেজাল্ট ২০২৫: ওয়েবসাইট ও মোবাইল থেকে দ্রুত ফল
- সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল: আজ বাংলাদেশ-ভুটান ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ২য় টি-টোয়েন্টি ২০২৫: একাদশ ও সময়সূচি একনজরে
- চেলসি বনাম পিএসজি লাইভ ম্যাচ: বাংলাদেশ থেকে সরাসরি দেখার সহজ উপায়
- আজ বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়