ঢাকা, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২

MD Zamirul Islam

Senior Reporter

২০২৬ ফিফা বিশ্বকাপ: ইংল্যান্ডসহ আরও ৫ দলের বিশ্বকাপ টিকিট নিশ্চিত

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ অক্টোবর ১৫ ১০:৩৯:৪৯
২০২৬ ফিফা বিশ্বকাপ: ইংল্যান্ডসহ আরও ৫ দলের বিশ্বকাপ টিকিট নিশ্চিত

অক্টোবর মাসজুড়ে ফুটবল বিশ্বে চলেছে ফিফা বিশ্বকাপের বাছাইপর্বের শ্বাসরুদ্ধকর লড়াই। বিভিন্ন অঞ্চলের দলগুলো নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণে মাঠে নেমেছিল, আর তারই ফলশ্রুতিতে ২০২৬ বিশ্বকাপের মূল মঞ্চে জায়গা করে নিয়েছে আরও ৫টি শক্তিশালী দল। এই তালিকায় রয়েছে ইউরোপের পাওয়ারহাউস ইংল্যান্ড, আফ্রিকার দুই জায়ান্ট দক্ষিণ আফ্রিকা ও সেনেগাল, এবং এশিয়ার প্রতিনিধিত্বকারী সৌদি আরব ও কাতার। এর আগে আফ্রিকার বিস্ময়কর দল কেপ ভার্দে ইতিহাস গড়ে নিজেদের জায়গা নিশ্চিত করেছিল।

ইংল্যান্ডের দাপুটে পারফরম্যান্স: ইউরোপের প্রথম প্রতিনিধি

ইউরোপ অঞ্চল থেকে প্রথম দল হিসেবে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে গ্যারেথ সাউথগেটের ইংল্যান্ড। একতরফা ম্যাচে লাটভিয়াকে ৫-০ গোলে বিধ্বস্ত করে হ্যারি কেইন এবং তার দল স্বাচ্ছন্দ্যে মূল পর্বে জায়গা করে নিয়েছে।

আফ্রিকানদের জয়জয়কার: দক্ষিণ আফ্রিকা ও সেনেগালের প্রত্যাবর্তন

আফ্রিকান অঞ্চল থেকে গত রাতে দুইটি দল বিশ্বকাপের মূল মঞ্চে খেলার সুযোগ পেয়েছে। দক্ষিণ আফ্রিকা, যারা 'বাফানা বাফানা' নামে পরিচিত, রোয়ান্ডাকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে ১৬ বছর পর বিশ্বকাপে ফিরছে। ২০১০ সালে আয়োজক দেশ হিসেবে তাদের শেষ বিশ্বকাপ অংশগ্রহণ ছিল। এরপর দীর্ঘ বিরতি দিয়ে তাদের এই প্রত্যাবর্তন নিঃসন্দেহে ভক্তদের মধ্যে নতুন উন্মাদনা সৃষ্টি করবে।

অন্যদিকে, আফ্রিকান বাছাইপর্বের আরেক ম্যাচে 'আফ্রিকান লায়ন' খ্যাত সেনেগাল মাউরিতানিয়াকে ৪-০ গোলে বিধ্বস্ত করে বিশ্বকাপে পৌঁছে গেছে। এটি তাদের টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের মূল পর্বে অংশগ্রহণ, যা তাদের ধারাবাহিকতার এক দারুণ দৃষ্টান্ত।

এশিয়ার আধিপত্য: সৌদি আরব ও কাতারের দ্বিতীয়বার সুযোগ

এশিয়ান অঞ্চল থেকেও দুটি দল ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে: সৌদি আরব এবং কাতার। দোহায় এক বাঁচা-মরার লড়াইয়ে সংযুক্ত আরব আমিরাতকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে গতবারের আয়োজক দেশ কাতার।

অন্যদিকে, ইরাকের সঙ্গে গোলশূন্য ড্র করে বিশ্বকাপের মূল পর্বে খেলা নিশ্চিত করেছে সৌদি আরব। এই নিয়ে টানা তৃতীয় এবং সব মিলিয়ে সপ্তমবারের মতো বিশ্বকাপে খেলবে তারা, যা এশিয়ান ফুটবলে তাদের শক্তিশালী অবস্থানকে আরও সুদৃঢ় করে।

এই ফলাফলের পর, এখন পর্যন্ত মোট ২৫টি দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। বাকি দলগুলো কারা হবে, তা দেখতে ফুটবলপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছে।

তানভির ইসলাম/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ