মায়ামিতে নেইমার

বিশ্বের অন্যতম সেরা ফুটবলার নেইমার। বলা হয় ইনজুরিতে বার বার না পড়লো সর্বকালের সেরা ফুটবলারদের এক জন হতেন তিনি। এখনও ইনজুরিতে আছেন এই ফুটবলার। বর্তমানে আমেরিকার ফ্লোরিডায় ঘুরো বেড়াচ্ছেন নেইমার জুনিয়র। সেখানে ইন্টার মিয়ামির সাবেক কিংবদন্তি ও মালিক ডেভিড বেকহ্যামের সাথে দেখা হয় নেইমারের। এর পরেই দুজনের ছবি ছড়িয়ে নেট দুনিয়াতে। তখন সবার মনে প্রশ্ন উঠে তবে কী সাবেক সতীর্থ লিওনেল মেসি ও লুইস সুয়ারেজদের ক্লাবে যোগ দিচ্ছেন ব্রাজিল ফরোয়ার্ড? পরে অপ্রকাশ্যে ওঠা এমন প্রশ্নের উত্তরও দিয়েছেন বেকহ্যাম।
গতকাল (শুক্রবার) তিনি নেইমারের সঙ্গে একটি ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট দিয়েছেন। জানা যায়, আগের (বৃহস্পতিবার) রাতে বেকহ্যাম ও তার স্ত্রী ভিক্টোরিয়া বেকহ্যামের সঙ্গে রাতের খাবার খেয়েছেন ব্রাজিল তারকা। এরপর মায়ামিতে নেইমারের যোগদানের গুঞ্জন শুরু হলে দলটির অন্যতম এই মালিক জানান– সেটি শুধুমাত্র ছিল ডিনারের আমন্ত্রণে নেইমারের সাড়া দেওয়া। অর্থাৎ দলবদল গুঞ্জনের বিষয়টি সত্যি নয়।
ওই পোস্টে অট্টহাসির ইমোজির সঙ্গে একটি ছবি দিয়ে বেকহ্যাম লেখেন, ‘অনলি ফর ডিনার’। পরে আবার নেইমারও মন্তব্যের ঘরে অট্টহাসির ইমোজি দিয়ে লিখেছেন, ‘থ্যাংক ইউ বস।’ বেকহ্যামের এই পোস্ট নেইমারকে নিয়ে চলা নতুন গুঞ্জন থামাতে পারে কি না সেটাই দেখার বিষয়। কারণ এর আগে ইএসপিএনকে দেওয়া এক মন্তব্যে বর্তমানে আল হিলালের এই ব্রাজিল তারকা ইন্টার মায়ামিতে খেলার আগ্রহের কথা জানিয়েছিলেন।
ওই সময় নেইমার বলেন, ‘আমার আর মেসির একসঙ্গে খেলা? আমি তেমনটাই আশা করি। সত্যিই আশা করি আমরা আবার একসঙ্গে খেলতে পারব। সবাই তাকে চেনে। আমার মনে হয়, (মায়ামিতে) সে সুখেই আছে। আর যদি সে খুশি থাকে, তবে আমিও খুশি।’
লম্বা সময়ের জন্য এসিএল ইনজুরির কারণে মাঠের বাইরে আছেন নেইমার। বর্তমানে তিনি চোট পুনর্বাসনের প্রক্রিয়ায় আছেন, যদিও সাম্প্রতিক সময়ে নেইমারকে ফুটবলের বাইরের কয়েকটি ইভেন্টে কাটাতে দেখা যাচ্ছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেই দেখা মেলে নেইমারের। কিছুদিন আগে যেমনটা দেখা গেল ফর্মুলা ওয়ানের বাহরাইন গ্র্যা প্রি-তে। সেখানে রেসিং দুনিয়ার অনেকের সঙ্গেই দেখা হয়েছে তার। ছিলেন তিনবারের চ্যাম্পিয়ন ম্যাক্স ভেরস্টেপানও। এর কয়েকদিন পর মায়ামি ওপেনে হাজির নেইমার। সেখানে এনবিএ তারকা জিমি বাটলার ও উইম্বলডন টেনিস চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজের সঙ্গেও দেখা হয়েছে।
ব্রাজিল জাতীয় দলের হয়ে নেইমারের এবার কোপা আমেরিকায় খেলা অনিশ্চিত। এমনটাই গত বছরের শেষদিকে জানিয়েছিলেন জাতীয় দলের চিকিৎসক রদ্রিগো লাসমার। এরপর সর্বশেষ মার্চে লাসমার জানা, ‘আমরা এখনও তার পুনর্বাসনের অর্ধেকটাতেও পৌঁছাতে পারিনি। যখন আমরা ৯ কিংবা ১০ মাসের তার ফিজিওথেরাপি সম্পন্ন করব, তখনই শুধু আমরা তার মাঠে ফেরার সময় নিয়ে নিশ্চিতভাবে কিছু বলতে পারব।’
তবুও নিজের মতো করে ফিটনেস ধরে রেখে দ্রুত মাঠে ফেরার চেষ্টা চালাচ্ছেন আল হিলাল তারকা। সৌদি আরবের ক্লাবটির সঙ্গে তার চুক্তি ২০২৫ সালের শেষ নাগাদ। মেসি, সুয়ারেজ, নেইমার–ত্রয়ী বার্সেলোনাতে খেলেছেন ২০১৭ সাল পর্যন্ত। বার্সেলোনা ছেড়ে ২০১৭ সালে নেইমার পিএসজিতে নাম লেখালে ভয়ঙ্কর সেই ত্রয়ী ভাঙে। এরপর ২০২০ সালে বার্সেলোনা ছেড়ে চলে যেতে হয় সুয়ারেজকে। পরে অবশ্য মেসি ও নেইমার ফের পিএসজিতে দুই মৌসুম একসঙ্গে খেলেছেন।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- এসএসসি রেজাল্ট ২০২৫: ফল প্রকাশের তারিখ ঘোষণা, জানুন দেখার নিয়ম
- এসএসসি রেজাল্ট ২০২৫: কিভাবে সবার আগে দেখবেন আপনার ফল? জানুন নিয়ম
- SSC Result 2025: দুপুর ২টায় প্রকাশ, কীভাবে দেখবেন ফলাফল
- এসএসসির ফল পুনর্নিরীক্ষার তারিখ ঘোষণা: ‘বোর্ড চ্যালেঞ্জ’ করবেন যেভাবে
- আজ এসএসসি রেজাল্ট ২০২৫ প্রকাশ: দ্রুত অনলাইনে ফল দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম তুর্কমেনিস্তান: গোল বন্যা, ৯০ মিনিটের খেলা শেষ
- বাংলাদেশ বনাম তুর্কমেনিস্তান: আজ নতুন সময়ে শুরু হবে ম্যাচ, জেনে নিন সূচি
- SSC ফল পুনঃনিরীক্ষণ শুরু আজ: খাতা চ্যালেঞ্জের নিয়ম ও আবেদন খরচ
- এসএসসি রেজাল্ট ২০২৫: অনলাইনে ও এসএমএসে দেখবেন যেভাবে
- চেলসি বনাম ফ্লুমিনেন্স: সেমিফাইনালে জমজমাট ৯০ মিনিট শেষ, ফাইনালে কার জায়গা?
- বাংলাদেশ বনাম তুর্কমেনিস্তান: ৭ গোলে শেষ হলো প্রথমার্ধ
- এসএসসি ফল পুনঃনিরীক্ষণ ২০২৫: ঘরে বসেই যেভাবে করবেন বোর্ড চ্যালেঞ্জ
- বিনিয়োগকারীদের জন্য ১২ কোম্পানির লভ্যাংশ ঘোষণা
- রাতে পিএসজি বনাম রিয়াল মাদ্রিদ ম্যাচ: বাংলাদেশ থেকে লাইভ দেখার সহজ উপায়
- আল-হিলাল বনাম ফ্লুমিনেন্স: নাটকীয়ভাবে শেষ হলো কোয়ার্টার ফাইনাল ম্যাচ