টি-টোয়েন্টি বিশ্বকাপে ফাইনাল খেলবে অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান

আর মাত্র কয়েক দিন পর শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। আসন্ন আসরে অংশ গ্রহন করবে ২০টি। আর এতেই ক্রিকেটের সবচেয়ে বড় বিশ্বকাপের তাকমা পেয়ে গেছে। এর আগে কখনোই ২০টি দল নিয়ে বিশ্বকাপ আয়োজন করেনি আইসিসি। ৫৫ ম্যাচের বিশ্বকাপটি স্থায়ী হবে এক মাস।
তবে আসন্ন বিশ্বকাপকে ঘিরে থেমে নেই ক্রিকেট বিশ্লেষকদের ভবিষ্যদ্বাণীও। এবার সেই তালিকায় যোগ হলো সাবেক ১০ ক্রিকেটার। যেখানে কেবল মাত্র ক্রিস মরিস, এস শ্রীশান্থ এবং মোহাম্মদ কাইফ বাদে বাকি কারও সম্ভাব্য সেমিফাইনালের তালিকায় নেই পাকিস্তান।
সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেললেও পাকিস্তানকে এবারের আসরের সেরা চারে রাখেননি সুনীল গাভাস্কার, ব্রায়ান লারা, পল কলিংউডের মতো সাবেক তারকা ক্রিকেটাররা। তবে নাথান লায়ন মনে করেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে খেলবে পাকিস্তান। যেখানে তাদের সঙ্গী হিসেবে থাকবে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।
প্রাইম ভিডিও স্পোর্ট অস্ট্রেলিয়ার সঙ্গে আলাপকালে লায়ন বলেন, ‘টি-টোয়েন্টি ফাইনালের দুই দলের কথা যদি বলি তাহলে অবশ্যই অস্ট্রেলিয়া থাকবে। কারণ আমি খানিকটা তাদের পক্ষের। আমার মনে হয় ফাইনালের জন্য অস্ট্রেলিয়ার সঙ্গে পাকিস্তানকে বেছে নেব। এই কন্ডিশনে তাদের মানসম্পন্ন স্পিন বোলার রয়েছে এবং বাবর আজমের মতো ভালো মানের ব্যাটার রয়েছে।’
২০২৩ সালে চীনে হওয়া এশিয়ান গেমসে মঙ্গোলিয়ার বিপক্ষে ৩ উইকেটে ৩১৪ রান করেছিল নেপাল। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে এটিই দলীয় সর্বোচ্চ রানের পুঁজি। লায়ন মনে করেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে ভাঙতে পারে এই রেকর্ড। অস্ট্রেলিয়ার তারকা স্পিনারের মতে, গ্রুপ পর্বের হতে পারে এমন কীর্তি।
লায়নের এমন দাবির কারণও আছে যথেষ্ঠ। কারণ গ্রুপ পর্বে আইসিসির সহযোগী দেশের সঙ্গে খেলবে অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ড, পাকিস্তান, সাউথ আফ্রিকার মতো শক্তিশালী দলগুলো। টি-টোয়েন্টির রেকর্ড ভাঙা নিয়ে লায়ন বলেন, ‘আমার মনে হয় টুর্নামেন্টের শুরুর দিকে আমরা হয়ত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান হওয়া দেখবো।’
বিশ্বকাপের এবারের আসরে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন মিচেল মার্শ। জাতীয় দলের হয়ে ছন্দে থাকা এই ব্যাটার বলে-ব্যাটে বিশ্বকাপটা স্মরণীয় করে রাখবেন বলে মনে করেন লায়ন। তিনি বলেন, ‘আমি মিচেল মার্শকে বেছে নেব। আমার মনে হয় তার যে পাওয়ার আছে এবং বোলিংয়ে যে স্কিল আছে তাতে মার্শকে বেছে নেব।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে কারসাজির চক্র: দুর্বল কোম্পানির শেয়ারের দামে অস্বাভাবিক উল্লম্ফন
- ৩ কোম্পানির কারখানায় ঝুলছে তালা, ক্ষোভ বাড়ছে বিনিয়োগকারীদের
- ৮ প্রতিষ্ঠানের লভ্যাংশ ঘোষণা, ছয় কোম্পানির বিনিয়োগকারীরা খেলো ধাক্কা
- শেয়ারবাজার স্থিতিশীলতায় আইসিবির বিশেষ তহবিল থাকবে ২০৩২ সাল পর্যন্ত
- এশিয়া কাপ ২০২৫: তিন ওপেনার নিয়ে বাংলাদেশের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা
- রপ্তানি আয়ের ৮ হাজার কোটি টাকা গায়েব: কেয়া গ্রুপ ও চার ব্যাংককে তলব
- ভারত বনাম বাংলাদেশ : ৯০ মিনিটের খেলা শেষ, জেনে নিন ফলাফল
- শেষ হলো বাংলাদেশ বনাম অ্যাডিলেড স্ট্রাইকার্সের বাঁচা মরার ম্যাচ
- বদলে গেল ফোনের ডায়াল প্যাড, জানুন আসল কারণ ও আগের অবস্থায় ফেরানোর উপায়
- ভারত বনাম বাংলাদেশ: গোল, গোল, ৮০ মিনিটের খেলা শেষ
- বদলে গেল আপনার ফোনের ডায়াল প্যাড, আতঙ্ক নয় সমাধান আছে, জেনে নিন
- শেয়ারবাজারে তালিকাভুক্ত পাঁচটি প্রতিষ্ঠান বোর্ড সভার তারিখ ঘোষণা
- ‘ক্ষমতা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি’—ড. ইউনূস
- গুজব না সত্য: যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা হাসিনার পদত্যাগপত্র খুঁজে পায়নি
- বীমা খাতে সুবাতাস, দ্বিতীয় প্রান্তিকে ১৯ কোম্পানির মুনাফায় উল্লম্ফন