ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২

আবারও সেভেন আপ দিল জার্মানি, গোল বন্যা দেখলো ফুটবল বিশ্ব

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৪ নভেম্বর ১৭ ০৯:০৪:০০
আবারও সেভেন আপ দিল জার্মানি, গোল বন্যা দেখলো ফুটবল বিশ্ব

জার্মানি তাদের ফুটবল শক্তিমত্তার পরিচয় দিতে প্রতিপক্ষের জালে গোল বন্যা বইয়ে দিতে বরাবরই সক্ষম। ফুটবল বিশ্বকাপ কিংবা নেশনস লিগ—মাঠে নামলেই ভয় ধরায় প্রতিপক্ষের মনে। শনিবার উয়েফা নেশনস লিগের ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনাকে ৭-০ গোলে বিধ্বস্ত করে আবারও সেই দাপট দেখালো জার্মানি।

ইউরোপা-পার্ক স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে জার্মানির হয়ে জোড়া গোল করেন টিম ক্লেইনডিয়েনস্ট ও ফ্লোরিয়ান ভিরটজ। দলের হয়ে বাকি তিন গোল করেন জামাল মুসিয়ালা, কাই হ্যাভেরটজ এবং লিরয় সানে। তাদের দুর্দান্ত পারফরম্যান্সে উল্লাসে ভাসল পুরো জার্মানি।

২০২৩ সালে জার্মানির প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেন হুলিয়ান নাগলসম্যান। তার কোচিংয়ে এটি এখন পর্যন্ত জার্মানির সবচেয়ে বড় জয়। যদিও নেশনস লিগের গ্রুপ পর্বে জার্মানির কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়েছিল আগেই, তবুও ম্যাচটি ছিল তাদের শক্তি প্রদর্শনের সুযোগ।

ম্যাচ শেষে সন্তুষ্ট কোচ নাগলসম্যান বলেন,

"আজকের ম্যাচে কোনো ইনজুরি ছিল না, যা আমাদের জন্য স্বস্তির। আমরা প্রতিপক্ষের বিপক্ষে সাত গোল করেছি, এটি গভীর তৃপ্তি দেয়। আমরা দ্রুত বল নিয়ে খেলতে এবং সুযোগ তৈরি করতে চেয়েছিলাম। যা আজ আমরা ভালোভাবে করতে পেরেছি। এমন কিছু করেছি যা গেল ইউরোতে করতে পারিনি।"

বসনিয়া ও হার্জেগোভিনার জন্য ম্যাচটি ছিল দুঃস্বপ্নের মতো। গোলের পর গোল হজম করতে করতে ম্যাচের পুরো নিয়ন্ত্রণ হারায় তারা। তাদের রক্ষণভাগ যেন জার্মান আক্রমণের সামনে অসহায় হয়ে পড়ে।

এই জয়ের মাধ্যমে পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে গ্রুপ এ৩-এর শীর্ষস্থান ধরে রেখেছে জার্মানি। আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করায় গ্রুপের শেষ ম্যাচটি হবে শুধুই নিয়মরক্ষার। মঙ্গলবার শেষ ম্যাচে হাঙ্গেরির মাঠে খেলতে নামবে জার্মানি।

নেদারল্যান্ডস ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে কোয়ার্টার ফাইনালে উঠেছে। ফলে জার্মানি-হাঙ্গেরি ম্যাচের ফলাফল গ্রুপের অবস্থানে কোনো প্রভাব ফেলবে না।

২০২৬ বিশ্বকাপের প্রস্তুতিতে থাকা জার্মান দল তাদের পারফরম্যান্স দিয়ে বুঝিয়ে দিয়েছে, তারা টুর্নামেন্টে দারুণ কিছু করার লক্ষ্য নিয়েই এগোচ্ছে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ