ঢাকা, মঙ্গলবার, ৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

লিটন-নাহিদ-রিশাদকে পিএসএল খেলতে দেয়া হবে কিনা সরাসরি জানিয়ে দিলো বিসিবি

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ জানুয়ারি ১৪ ১২:৫৭:২৬
লিটন-নাহিদ-রিশাদকে পিএসএল খেলতে দেয়া হবে কিনা সরাসরি জানিয়ে দিলো বিসিবি

১৩ জানুয়ারি সোমবার, পাকিস্তানের লাহোর কেল্লায় অনুষ্ঠিত হয়েছে আসন্ন পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্লেয়ার ড্রাফট। যেখানে পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে অংশ নিয়েছিলেন ৫১০ জন বিদেশি ক্রিকেটার, এবং বাংলাদেশের ৩৯ জন ক্রিকেটারও ড্রাফটে নাম দিয়েছিলেন। বাংলাদেশের সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান প্লাটিনাম ক্যাটাগরিতে ছিলেন, তবে প্রথম ডাকেই অবিক্রিত রয়ে যান তারা।

তবে, বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে তিনজন নির্বাচিত হয়েছেন। লিটন দাস, রিশাদ হোসেন, এবং নাহিদ রানা তিনটি আলাদা ফ্র্যাঞ্চাইজির মাধ্যমে পিএসএল-এ খেলবেন। কিন্তু এই ক্রিকেটাররা কি আসলেই পিএসএল খেলবেন? এই প্রশ্নটি সমর্থকদের মধ্যে ঘুরপাক খাচ্ছে, কারণ অতীতে অনেক বাংলাদেশি ক্রিকেটার বিদেশি লিগে দল পেয়েও খেলতে পারেননি।

এ বিষয়ে বিসিবির মনোভাব ইতিবাচক। পিএসএল-এ খেলবে কি না, এ নিয়ে বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম ঢাকা পোস্টকে বলেন, “প্রথমে আমরা ক্রিকেটারদের অবস্থা জানবো, তারপর বোর্ডের সঙ্গে আলোচনা করব। ক্রিকেটারদের সাথে আলোচনা এবং মেডিকেল টিমের মতামত নেওয়ার পর সিদ্ধান্ত নেওয়া হবে।”

তিনি আরও বলেন, “আমাদের ইচ্ছা তো হলো যে, যদি কোনো সমস্যা না থাকে, তবে খেলোয়াড়দের জন্য এটি ভালো অভিজ্ঞতা হবে। আমরা ইতিবাচকভাবেই বিষয়টি দেখব। যদি সব কিছু ঠিক থাকে, তাহলে অবশ্যই খেলবে।”

ফাহিমের ভাষ্য অনুযায়ী, বিসিবি খেলোয়াড়দের সুযোগ দেওয়ার জন্য আগ্রহী, তবে যদি কোনো সমস্যা না থাকে, “যদি এমন হয় যে, কোনো টুর্নামেন্টে খেলার মান ভালো না, অথবা শারীরিক সমস্যা থাকে, তখন আবার অন্য চিন্তা করতে হবে। তবে, যদি সুযোগ থাকে এবং এতে ক্রিকেটের উন্নতি হয়, তাহলে আমরা সেই সুযোগটা অবশ্যই গ্রহণ করব।”

এ বছরের পিএসএল ১০ এপ্রিল থেকে মে মাসের শেষ পর্যন্ত অনুষ্ঠিত হতে পারে, এবং এ সময়ে জাতীয় দলের কোনো বড় সিরিজ নেই, ফলে বাংলাদেশের খেলোয়াড়দের পিএসএলে অংশগ্রহণের সুযোগ অনেকটাই রয়েছে। পরবর্তী সময়ে পাকিস্তানের সাথে সাদা বলের সিরিজ রয়েছে, যা জাতীয় দলের ক্রিকেটারদের জন্য নতুন একটি চ্যালেঞ্জ হতে পারে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ