তামিমকে সুখবর দিলো বিসিবি

বাংলাদেশের অন্যতম সফল ওপেনার তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন বেশ কিছুদিন আগেই। এবার তাকে আনুষ্ঠানিকভাবে বিদায়ী সংবর্ধনা দিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামীকাল শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিপিএলের একাদশ আসরের ফাইনালে ফরচুন বরিশালের অধিনায়ক তামিমকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা জানানো হবে।
বিপিএলের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আগেই বিসিবির পক্ষ থেকে তামিম ইকবালের হাতে বিদায়ী স্মারক তুলে দেওয়া হবে। দেশকে দীর্ঘদিন ধরে সেবা দেওয়া এই তারকা ব্যাটসম্যানকে যথাযথ সম্মান জানাতেই এই আয়োজন করা হচ্ছে।
গত ১০ জানুয়ারি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তামিম ইকবাল। তিনি লেখেন,"আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছি অনেক দিন ধরেই। সেই দূরত্ব আর ঘুঁচবে না। আন্তর্জাতিক ক্রিকেটে আমার অধ্যায় শেষ।"
এর আগেও ২০২৩ সালের জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ চলাকালীন হুট করে অবসরের ঘোষণা দিয়েছিলেন তামিম। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা-এর অনুরোধে সেই সিদ্ধান্ত পরিবর্তন করেন তিনি। এরপর জাতীয় দলের হয়ে মাত্র দুটি ওয়ানডে ম্যাচ খেলেন এবং সর্বশেষ ২০২৩ সালের সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের জার্সিতে মাঠে নামেন।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেও ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন তামিম ইকবাল। তিনি ইতোমধ্যেই বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলছেন এবং আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগেও (ডিপিএল) খেলার সম্ভাবনার কথা জানিয়েছেন। এছাড়া সাবেক ক্রিকেটারদের নিয়ে আয়োজিত বিভিন্ন আন্তর্জাতিক লিগেও অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছেন তিনি।
তামিম ইকবাল ভবিষ্যতে ক্রিকেট সংগঠক হিসেবে আত্মপ্রকাশ করবেন কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কিছু জানাননি। তবে বিদায়ী সংবর্ধনার মাধ্যমে বিসিবি তার দীর্ঘদিনের অসামান্য অবদানের স্বীকৃতি দিতে চায়।
দেশের ক্রিকেটে অনন্য এক অধ্যায় রচনা করা তামিম ইকবাল বিদায়ী সংবর্ধনার মধ্য দিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করতে যাচ্ছেন। বিপিএল ফাইনালে তাকে সম্মানিত করার এই উদ্যোগ তার ক্যারিয়ারের প্রতি কৃতজ্ঞতার প্রকাশ হিসেবেই দেখা হচ্ছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে কারসাজির চক্র: দুর্বল কোম্পানির শেয়ারের দামে অস্বাভাবিক উল্লম্ফন
- ৩ কোম্পানির কারখানায় ঝুলছে তালা, ক্ষোভ বাড়ছে বিনিয়োগকারীদের
- ৮ প্রতিষ্ঠানের লভ্যাংশ ঘোষণা, ছয় কোম্পানির বিনিয়োগকারীরা খেলো ধাক্কা
- শেয়ারবাজার স্থিতিশীলতায় আইসিবির বিশেষ তহবিল থাকবে ২০৩২ সাল পর্যন্ত
- রপ্তানি আয়ের ৮ হাজার কোটি টাকা গায়েব: কেয়া গ্রুপ ও চার ব্যাংককে তলব
- এশিয়া কাপ ২০২৫: তিন ওপেনার নিয়ে বাংলাদেশের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা
- শেষ হলো বাংলাদেশ বনাম অ্যাডিলেড স্ট্রাইকার্সের বাঁচা মরার ম্যাচ
- ভারত বনাম বাংলাদেশ : ৯০ মিনিটের খেলা শেষ, জেনে নিন ফলাফল
- ভারত বনাম বাংলাদেশ: গোল, গোল, ৮০ মিনিটের খেলা শেষ
- বদলে গেল ফোনের ডায়াল প্যাড, জানুন আসল কারণ ও আগের অবস্থায় ফেরানোর উপায়
- শেয়ারবাজারে তালিকাভুক্ত পাঁচটি প্রতিষ্ঠান বোর্ড সভার তারিখ ঘোষণা
- বদলে গেল আপনার ফোনের ডায়াল প্যাড, আতঙ্ক নয় সমাধান আছে, জেনে নিন
- বীমা খাতে সুবাতাস, দ্বিতীয় প্রান্তিকে ১৯ কোম্পানির মুনাফায় উল্লম্ফন
- গুজব না সত্য: যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা হাসিনার পদত্যাগপত্র খুঁজে পায়নি
- এশিয়া কাপ 2025 : বাংলাদেশের চুড়ান্ত স্কোয়াড ঘোষণা করলো বিসিবি