ইয়েশার অভিযোগ পাল্টা জবাব দিল চিটাগাং কিংস

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সদ্য সমাপ্ত আসরে চিটাগাং কিংসের হোস্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন কানাডিয়ান মডেল ইয়েশা সাগর। তবে টুর্নামেন্টের মাঝপথেই বাংলাদেশ ছাড়েন তিনি এবং ফ্র্যাঞ্চাইজিটির বিরুদ্ধে অপেশাদারিত্বের অভিযোগ তোলেন। এবার তার সেই অভিযোগের বিরুদ্ধে পাল্টা বিবৃতি দিয়েছে চিটাগাং কিংস।
বুধবার (১২ জানুয়ারি) এক আনুষ্ঠানিক বিবৃতিতে চিটাগাং কিংস জানায়, ‘বিপিএল চলাকালীন ইয়েশা সাগরের আচরণ আমাদের হতাশ করেছে এবং আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। তিনি ফ্র্যাঞ্চাইজির অনুমতি ছাড়াই বাংলাদেশ ছেড়েছেন, যা তার সঙ্গে করা চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন।’
নিরাপত্তা ইস্যু: চিটাগাংয়ের পাল্টা দাবি
ইয়েশা সাগর তার ফেসবুক পোস্টে অভিযোগ করেন, চিটাগাংয়ে কাজ করার সময় তিনি নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিলেন। তবে এই দাবি উড়িয়ে দিয়ে ফ্র্যাঞ্চাইজিটি জানায়, ‘যদি তিনি সত্যিই নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হতেন, তাহলে কেন তিনি এক মাসেরও বেশি সময় বাংলাদেশে অবস্থান করেছেন? কেন টুর্নামেন্টের সব কার্যক্রমে অংশ নিয়েছেন? প্রকৃতপক্ষে, নিরাপত্তা ছিল না তার প্রস্থান করার মূল কারণ। বরং এটি পূর্বপরিকল্পিত সিদ্ধান্ত ছিল, যা চিটাগাং কিংসের সুনামকে ক্ষুণ্ন করেছে এবং তার পেশাদারিত্বকেও প্রশ্নবিদ্ধ করেছে।’
চুক্তি ভঙ্গের অভিযোগ
চিটাগাং কিংস আরও জানায়, ‘ইয়েশা ১৯ জানুয়ারি ফ্র্যাঞ্চাইজির কাছে তার পাসপোর্ট জমা দেন। ২৪ ও ২৫ জানুয়ারি সরকারি ছুটির দিন থাকায় ২৪ জানুয়ারি দল ঢাকায় গিয়ে তার ভিসা সংক্রান্ত কার্যক্রম শুরু করে। কিন্তু প্রয়োজনীয় সময় বিবেচনায় ২৮ জানুয়ারি তার পাসপোর্ট ফেরত চাওয়াটা অবাস্তব ছিল।’
চুক্তির শর্ত ভঙ্গ করায় পুরো অর্থ না দেওয়ার কারণ ব্যাখ্যা করে ফ্র্যাঞ্চাইজিটি জানায়, ‘চুক্তিতে স্পষ্ট উল্লেখ ছিল, লঙ্ঘনের ফলে জরিমানা বা চুক্তি স্থগিত করা হতে পারে। মাঝপথে ফ্র্যাঞ্চাইজি ছেড়ে যাওয়া, শর্ত পূরণে ব্যর্থ হওয়া এবং অনুমতি ছাড়া অন্য ইভেন্টে অংশ নেওয়া তার পেশাদারিত্বের সুস্পষ্ট লঙ্ঘন।’
অর্থ পরিশোধ না করার কারণ
চিটাগাং কিংস জানায়, ‘চুক্তি অনুযায়ী তার শেষ ৫০% অর্থ লিগের শেষ সপ্তাহে দেওয়ার কথা ছিল। তবে তিনি তার পাসপোর্ট ফেরত দিতে চাপ প্রয়োগ করেন এবং পরে কাজ শেষ না করেই চলে যান।’
ইয়েশার পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুলল চিটাগাং কিংস
বিবৃতিতে ইয়েশার আচরণকে অপেশাদার উল্লেখ করে চিটাগাং কিংস জানায়, ‘চুক্তিতে স্পষ্টভাবে উল্লেখ ছিল, অসদাচরণ বা অবৈধ কর্মকাণ্ডের ক্ষেত্রে ফ্র্যাঞ্চাইজি তার চুক্তি বাতিলের অধিকার সংরক্ষণ করে। ফ্র্যাঞ্চাইজির অনুমতি ছাড়া দেশত্যাগ এবং আনুষ্ঠানিকভাবে সমাধানের আহ্বান উপেক্ষা করা তার পেশাদারিত্বের অভাব এবং চুক্তির প্রতি অশ্রদ্ধার প্রতিফলন।’
চিটাগাং কিংস আরও জানায়, ‘ইয়েশা যদি বিশ্বাস করেন যে তিনি সৎ ছিলেন, তাহলে তার বাংলাদেশে থেকে আইনি নোটিশের জবাব দেওয়া উচিত ছিল। তিনি বিপিএল চলাকালীন অন্য লিগে চলে যাওয়ার পরিবর্তে গণমাধ্যমের সামনে নিজের অবস্থান ব্যাখ্যা করতে পারতেন।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আজ HSC Result 2025 প্রকাশ: এক নজরে জানুন ঘরে বসেই যেভাবে দেখবেন ফল
- HSC Result 2025 প্রকাশ: অনলাইন ও SMS এ দ্রুত এইচএসসির ফলাফল জানবেন যেভাবে
- এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ ২০২৫: এক নজরে জানুন আবেদন প্রক্রিয়া
- এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ ২০২৫ শুরু: জেনে নিন আবেদন পদ্ধতি ও ফি
- এইচএসসি রেজাল্ট বিপর্যয়: বোর্ড চ্যালেঞ্জ করবেন যেভাবে জানুন যেদিন থেকে শুরু
- এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ ২০২৫ নতুন নিয়ম: কখন, কোথায় ও কিভাবে করবেন আবেদন
- এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ ২০২৫ শুরু: জেনে নিন কিভাবে আবেদন করবেন, ফি কত
- এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ ২০২৫ শুরু: প্রতি বিষয়ে ফি ১৫০ টাকা, আবেদন করবেন যেভাবে
- এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ ২০২৫ শুরু ১৭ তারিখ: কিভাবে আবেদন করবেন ও ফি কত
- এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ ২০২৫: এক নজরে জানুন আবেদনের নিয়ম, ফি ও সময়সীমা
- এইচএসসি ফল ২০২৫: কারিগরি বোর্ডসহ সকল বোর্ডের শিক্ষার্থীরা রেজাল্ট দেখুন এখানে
- মায়ের অসুস্থতা, দেরিতে আসা, সেই আনিসার এইচএসসির ফল প্রকাশ
- hsc result 2025 dhaka board: অনলাইন ও SMS এ দ্রুত ফল জানবেন যেভাবে
- এইচএসসি রেজাল্ট ২০২৫: এক নজরে জানুন কোন বোর্ডে কতজন জিপিএ-৫ পেলেন
- এইচএসসি ফল ২০২৫ প্রকাশ পেল: এক মিনিটেই ফলাফল দেখুন এখানে!