ইয়ামালের রোজা রেখে খেলা যা বললেন স্পেন কোচ
নিজস্ব প্রতিবেদক: উয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আজ রাতে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে স্পেন। ফিরতি লেগ অনুষ্ঠিত হবে আগামী রোববার, স্পেনের নিজস্ব ভেন্যুতে। এই গুরুত্বপূর্ণ লড়াইয়ে স্পেনের উদীয়মান তারকা লামিনে ইয়ামাল রোজা রেখেই খেলতে যাচ্ছেন। বিষয়টি নিয়ে কোনো আপত্তি নেই জাতীয় দলের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তের।
রটারডামে ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে দে লা ফুয়েন্তে স্পষ্ট ভাষায় বলেন, ‘এটা আমাদের কাছে সম্পূর্ণ স্বাভাবিক ব্যাপার। ক্লাব (বার্সেলোনা) পর্যায়ে সে যে নিয়ম-কানুন মেনে চলে, এখানেও তার ব্যতিক্রম হবে না। আমাদের মেডিকেল ও পুষ্টিবিদরা তাকে যথাযথ পরামর্শ দিয়েছেন।’
ইয়ামাল: বিশ্বাস ও ফুটবলের সমন্বয়
স্পেনে জন্ম নেওয়া ইয়ামালের শিকড় মরক্কোতে। তাঁর বাবা মুনির নাসরাউয়ি একজন মরক্কোন মুসলিম। পারিবারিক ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল ইয়ামাল রমজানে রোজা রাখার সিদ্ধান্ত নিয়েছেন, যা ফুটবলবিশ্বে ইতোমধ্যেই আলোচনার জন্ম দিয়েছে। ক্রীড়া দৈনিক ‘মার্কা’ জানায়, ইয়ামাল নিজের ধর্মীয় চেতনাকে গভীরভাবে ধারণ করেন এবং তা বজায় রেখেই ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করতে চান।
স্পেন দলের ধর্মীয় স্বাধীনতা ও শ্রদ্ধা
স্পেনকে ইউরো ও নেশনস লিগের শিরোপা এনে দেওয়া কোচ দে লা ফুয়েন্তে সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল মনোভাব পোষণ করেন। তিনি বলেন, ‘আমরা সব বিশ্বাসের প্রতি সম্মান প্রদর্শন করি। ইয়ামাল সম্পূর্ণ প্রস্তুত, শারীরিকভাবে দারুণ অবস্থায় আছে। যদিও আমি আগে কখনো এমন পরিস্থিতির সম্মুখীন হইনি, তবে জীবন চলার পথে নতুন অভিজ্ঞতা গ্রহণ করাই গুরুত্বপূর্ণ।’
স্পেন দলে মুসলিম ফুটবলারদের উত্তরাধিকার
ইয়ামাল প্রথম মুসলিম ফুটবলার নন, যিনি স্পেনের জার্সিতে মাঠে নামছেন। তার আগে আদামা ত্রাওরে, আনসু ফাতি ও মুনির এল হাদ্দাদিও জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছেন। তবে ত্রাওরে ও ফাতি এখনো রমজান মাসে স্পেনের হয়ে ম্যাচ খেলেননি।
২০১৪ সালে স্পেনের হয়ে মুনির এল হাদ্দাদির অভিষেক হয়েছিল, তবে সেটি রমজানের বাইরে ছিল। ফলে ইয়ামালই হতে যাচ্ছেন প্রথম ফুটবলার, যিনি রোজা রেখে স্পেনের জার্সিতে গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন।
ধর্মীয় বিশ্বাস ও পেশাদার ফুটবলের মধ্যে দারুণ এক সংযোগ তৈরি করে ইয়ামাল নতুন দৃষ্টান্ত স্থাপন করছেন, যা বিশ্ব ক্রীড়াঙ্গনের জন্য অনুপ্রেরণার উৎস হতে পারে।
আব্দুল কাদের/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: বিশাল লিড বাংলাদেশের, দেখেনিন স্কোর
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: জয় ও সাদমানের ফিফটি, দেখনু সরাসরি (Live)
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: লিড নিল বাংলাদেশ, দেখেনিন সর্বশেষ স্কোর
- বিএনপির ২৩ আসনে প্রার্থী পরিবর্তন! আসছে নতুন ১১ প্রার্থী
- ২৩ আসনে প্রার্থী পরিবর্তন! ১১ আসনে নতুন প্রার্থীবিএনপির
- শেয়ারবাজারে বড় খবর: বিএসইসি’র ‘মার্জিন বিধিমালা ২০২৫’ নিয়ে নতুন সিদ্ধান্ত
- চলছে বাংলাদেশ বনাম নেপাল ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন Live
- ওরিয়ন ফার্মার ডিভিডেন্ড ঘোষণা
- ২৮ প্রতিষ্ঠানের ‘নেগেটিভ ইক্যুইটি’ ও ‘লস প্রভিশন’ সমন্বয়ের সময় বাড়ল, রইল শর্ত
- আজ বাংলাদেশ বনাম নেপাল ম্যাচ: খেলাটি কখন, কোথায় ও কিভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড দ্বিতীয় দিন শেষ: জয়ের ১৬৯, সাদমান ও মুমিনুলের ফিফটি
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: মিরাজের ঘূর্ণিতে প্রথম ইনিংসে অল-আউট আয়ারল্যান্ড
- বাংলাদেশ বনাম নেপাল: কখন,কোথায় ও কবে ম্যাচ, জানুন সময়সূচি
- শেয়ারবাজারের তালিকাভুক্ত ২৪ কোম্পানির ইপিএস প্রকাশ, জানুন এক নজরে
- বাংলাদেশ শিপিং করপোরেশনেরনগদ লভ্যাংশ ঘোষণা