ঢাকা, মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫, ২৮ শ্রাবণ ১৪৩২

বিশ্বকাপ বাছাইয়ে শারমিনের ফিফটি, চাপ সামলে ঘুরে দাঁড়ালো বাংলাদেশ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ এপ্রিল ১৭ ১৩:৫৫:৪৩
বিশ্বকাপ বাছাইয়ে শারমিনের ফিফটি, চাপ সামলে ঘুরে দাঁড়ালো বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথমে ব্যাট করে বাংলাদেশ নারী দল নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৭ রান করেছে।

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ইনিংসের শুরুটা ছিল ধীরগতির, তবে দ্বিতীয় উইকেট জুটিতে ফারজানা হক ও শারমিন আখতার দলের ভিত গড়ে দেন।

শারমিনের ব্যাটে বড় সংগ্রহের ভিত্তি

শারমিন আখতার ৭৯ বলে ১০টি চারে ৬৭ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। অন্যদিকে, ফারজানা হক ৭৮ বলে ৪২ রান করেন। তাদের জুটিতে আসে ১১৮ রান, যা ইনিংসের সবচেয়ে বড় জুটি।

কিন্তু মিডল অর্ডারে ধস নামে দ্রুত, একে একে ফিরে যান নিগার সুলতানা (৫), শর্ণা আখতার (৬), রিতু মণি (১৫) এবং ফাহিমা খাতুন (৯)। ৩১তম ওভারে ১৩৫ রানে ৩ উইকেট হারিয়ে ফেলা দলটি ৩৫তম ওভারে এসে পড়ে বিপদে।

রাবেয়া খানের ছোট ইনিংসে বড় অবদান

শেষ দিকে রাবেয়া খান ২০ বলে ৫টি চারে ২৩ রানের ঝোড়ো ইনিংস খেলে দলকে ২২০ পের করান। অপর প্রান্তে মারুফা আখতার ১ রানে অপরাজিত থাকেন।

বাংলাদেশের ইনিংস সংক্ষেপ

শারমিন আখতার – ৬৭ (৭৯ বল, ১০ চার)

ফারজানা হক – ৪২ (৭৮ বল)

রাবেয়া খান – ২৩* (২০ বল, ৫ চার)

অতিরিক্ত – ২৪ (২২টি ওয়াইডসহ)

সর্বমোট – ২২৭/৯ (৫০ ওভার)

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সেরা বোলার

অলরাউন্ডার আলিয়াহ এলেইন ছিলেন বল হাতে সবচেয়ে সফল। ৯ ওভারে ৩৯ রান দিয়ে তিনি নেন ৪টি গুরুত্বপূর্ণ উইকেট। এছাড়া হেইলি ম্যাথিউস ও আফি ফ্লেচার ২টি করে উইকেট দখল করেন।

ম্যাচের অবস্থা

ওয়েস্ট ইন্ডিজ নারী দলের সামনে জয়ের জন্য লক্ষ্য ২২৮ রান। বাংলাদেশের বোলারদের এখন দায়িত্ব নিতে হবে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখতে। স্পিনারদের পাশাপাশি পেসারদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

এই ম্যাচে জয় পেলে সুপার সিক্স পর্বের লড়াইয়ে বাংলাদেশ নারী দলের সম্ভাবনা আরও উজ্জ্বল হবে।

মো: রাজিব আলী/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ