হারলেও ইতিহাস গড়লেন রিশাদ, নাম লিখলেন সবার ওপরে
নিজস্ব প্রতিবেদক: পাকিস্তান সুপার লিগের ম্যাচ, বাজ ছিল অনেক উঁচু। করাচি কিংস ও লাহোর কালান্দার্স—দুই দলই লড়ছিল টিকে থাকার লড়াইয়ে। ১৫ ওভারে নেমে আসা এই ম্যাচে লড়াইটা হয়ে উঠেছিল যেন যুদ্ধ! এবং সেই যুদ্ধেই, এক তরুণ বাংলাদেশি লিখে ফেললেন নিজের নাম ইতিহাসের পাতায়।
ম্যাচের মঞ্চে প্রত্যাবর্তন, প্রথম ওভারেই চমক
টানা তিন ম্যাচ বাইরে থাকার পর অবশেষে একাদশে ফেরেন রিশাদ হোসেন। প্রত্যাবর্তনের ম্যাচেই যেন নিজেকে প্রমাণ করার জেদে জ্বলছিলেন তিনি। নিজের প্রথম ওভারেই তুলে নেন বড় উইকেট—জেমস ভিন্স। ক্যাচটি লুফে নেন সিকান্দার রাজা।
আর এই উইকেটেই হয়ে যায় ইতিহাস! পিএসএলে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় এখন এক নম্বরে রিশাদ। পেছনে ফেলেছেন সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহকে। এটি ছিল তার মাত্র ৫ম ম্যাচে ৯ম উইকেট!
লড়াই ছিল লাহোরের, কিন্তু চালকের আসনে করাচি
বৃষ্টির কারণে কমে যাওয়া ম্যাচে করাচির লক্ষ্য দাঁড়ায় ১৬৮ রান (১৫ ওভারে)। শুরু থেকেই মারমুখো ব্যাটিং করেন করাচির ব্যাটাররা—টিম সেইফার্ট, ওয়ার্নার, সাদ বেগ সবাই ছোট ছোট ক্যামিও খেললেও শেষের ঝড়টা আসে ইরফান খানের ব্যাটে। মাত্র ২১ বলে ৪৮ রান!
লাহোরের পেসাররা ছিলেন যেন বেহাল। শাহিন আফ্রিদি ও হারিস রউফ দুজনেই ৩ ওভারে দেন ৪০-এর বেশি রান। এই ব্যাটিং তাণ্ডবে ৩ বল হাতে রেখেই জয় তুলে নেয় করাচি কিংস।
পরিসংখ্যানের পাতায় রিশাদের আলাদা উজ্জ্বলতা
রিশাদ তার ৩ ওভারে দিয়েছেন ২৮ রান, নিয়েছেন ১টি মূল্যবান উইকেট। ওভারপ্রতি রান একটু বেশি হলেও দলের অন্যদের তুলনায় ছিলেন অনেক বেশি নিয়ন্ত্রিত। এমন দিনে, এমন বোলিং—এটাই তাকে করে তুলেছে আলাদা।
পয়েন্ট টেবিলে টান টান উত্তেজনা
এই হারের পর ৯ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে চারে নেমে গেছে লাহোর কালান্দার্স। করাচি ১০ পয়েন্ট নিয়ে উঠে গেছে তিনে। পেছনে শ্বাস নিচ্ছে পেশোয়ার জালমি—৭ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে।
লাহোরের প্লে-অফে যেতে হলে পেশোয়ারের বিপক্ষে শেষ ম্যাচ জিততেই হবে। হারলেই বিদায়। তবে, জালমি যদি নিজেদের পরের দুই ম্যাচেই হেরে যায়, তাহলে জটিলতা কেটে যেতে পারে।
জিতলো না দল, তবু জিতে গেলেন রিশাদ
ম্যাচ শেষে স্কোরবোর্ড বলবে—করাচি জিতেছে, লাহোর হেরেছে। কিন্তু যারা খেলা দেখেছে, তারা জানে, আলো ছড়িয়েছেন রিশাদ হোসেন। তার নামটাই আজ ট্রেন্ডিং, কারণ তিনি দেখিয়ে দিয়েছেন—বড় মঞ্চেই তৈরি হয় সত্যিকারের ক্রিকেটার।
জাকারিয়া ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আইপিএলনিলাম শেষ, বাংলাদেশ থেকে দল পেলেন যারা
- আজআইপিএল নিলাম 2026: কখন, কোথায় ও কীভাবে দেখবেন Live
- আইপিএল নিলাম ২০২৬: দেখুন এখন পর্যন্ত দল পেলেন যারা ও মুস্তাফিজের অবস্থান
- আইপিএল নিলাম ২০২৬: এখন পর্যন্ত দল পেলেন যারা, জানুন মুস্তাফিজ ও রিশাদের অবস্থান
- আইপিএল নিলাম ২০২৬: দল পেলেন মুস্তাফিজের সতীর্থ
- আজ IPL Auction 2026: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আইপিএল নিলাম ২০২৬:: সর্বোচ্চ দামে দল পেলেন মুস্তাফিজ
- IPL Auction 2026: কবে, কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আইপিএল নিলাম আজ: মুস্তাফিজের ২ কোটির ভিত্তিমূল্য, জানুন এক নজরে সকল তথ্য
- IPL Auction 2026: তাসকিনের নিলাম শেষ
- চলছেIPL নিলাম:মুস্তাফিজ-রিশাদ কি দল পেয়েছে? জানুন সর্বশেষ অবস্থান
- IPL Auction 2026: শেষ হলো নিলাম, জানুন কে কোন দলে
- আইপিএল নিলাম ২০২৬ : কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আইপিএলনিলাম শেষ,ডেভন কনওয়ে, জনি বেয়ারস্টোদের দলে রিশাদ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা: বোলিংয়ে বাংলাদেশ খেলাটি সরাসরি Live দেখুন এখানে