ঢাকা, রবিবার, ২০ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

বিএসইসি চেয়ারম্যান পদত্যাগ গুজব, অর্থ উপদেষ্টার স্পষ্ট বার্তা

শেয়ারবাজার ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ মে ২০ ০৯:৪১:১৮
বিএসইসি চেয়ারম্যান পদত্যাগ গুজব, অর্থ উপদেষ্টার স্পষ্ট বার্তা

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারের বাতাসে ফের বাজে গুঞ্জন! এবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগ নিয়ে ছড়ালো বেনামী গুজবের ঝড়। সামাজিক যোগাযোগমাধ্যমে মুখর এই গুঞ্জন যেন এক প্রেতাত্মার মতো, বাজারে স্থিরতা নষ্ট করে খেলছে বিনিয়োগকারীদের মনকে।

কিন্তু এমন ‘গুজবের নাটক’ দেখে বসে থাকতে পারেননি দেশের অর্থনৈতিক উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। সোমবার সচিবালয়ের ঘরে ঘরে ছড়িয়ে পড়া এই গুজবের কুৎসা উড়িয়ে দিয়ে তিনি স্পষ্ট সুরে ঘোষণা করলেন, “খন্দকার রাশেদ মাকসুদ ভালোভাবে কাজ করছেন, পদত্যাগের প্রশ্নই আসে না। আবার কেউ যদি ভাবেন শিবলী রুবাইয়াতের পরবর্তী অধ্যায় শুরু করতে, সেটা বাস্তবতার বাইরে।”

রোববার রাতে শোনা গিয়েছিল, রাশেদ মাকসুদ পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠকে যাচ্ছেন। কিন্তু পরদিন সেই গুজবের ‘পর্দা ফাঁস’ করলেন বিএসইসি চেয়ারম্যান নিজেই, “প্রতিদিন আমার পদত্যাগের গল্প ছড়ানো হয়। আমি এসেছি পাঁচ নির্দেশনার অগ্রগতি নিয়ে কথা বলতে, গুজব বানানোর জন্য না।”

তার কথায়, এই গুজবের ছড়াছড়ি শুধু কাজের গতিকে ব্যাহত করছে না, বাজারের আস্থা ও স্থিতিশীলতাকেও রক্ষা করতে বাঁধা হয়ে দাঁড়িয়েছে। “গুজবের এই মেলা থামাতে না পারলে, বাজারের যে প্রাণশক্তি বিনিয়োগকারীদের আস্থা, তা ধ্বংস হবে।”

বৈঠকে শুধু পদত্যাগ নয়, আগামী বাজেট নিয়ে শেয়ারবাজারে প্রণোদনার সম্ভাবনাও আলোচনার বিষয় ছিল। “আমরা শেয়ারবাজারে কিছু প্রণোদনা প্রস্তাব দিয়েছি, এখন সিদ্ধান্ত বাজেট প্রস্তুতকারকদের হাতে,” জানালেন তিনি।

গুজবের অন্ধকারে বাঁধা পড়া শেয়ারবাজারের জন্য আজ সবচেয়ে বড় আহ্বান—বিশ্বাসের আলো ফেরাতে হবে। আর সেই আলো জ্বালানোর দায়িত্ব নিয়ন্ত্রণ সংস্থার ওপরই বেশি।

গুজবের ঝড় থামুক, বাজারে ফিরে আসুক শান্তি ও বিশ্বাস—এটাই এখন সময়ের দাবি।

জামিরুল ইসলাম/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

তিন কোম্পানির নগদ লভ্যাংশ ঘোষণা

তিন কোম্পানির নগদ লভ্যাংশ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত তিনটি কোম্পানি সম্প্রতি ডিভিডেন্ড সংক্রান্ত ঘোষণা দিয়েছে। এর মধ্যে শুধুমাত্র গ্রামীণফোন শেয়ারহোল্ডারদের জন্য অন্তর্বর্তীকালীন ১১০ শতাংশ... বিস্তারিত