ঢাকা, শুক্রবার, ২৩ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

MD. Razib Ali

Senior Reporter

বিনিয়োগ আকর্ষণে কাস্টোডিয়ান সংলাপ

শেয়ারবাজার ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ মে ২২ ১২:৫৫:৪২
বিনিয়োগ আকর্ষণে কাস্টোডিয়ান সংলাপ

নিজস্ব প্রতিবেদক: বিশ্বের অন্যতম বৃহৎ গ্লোবাল কাস্টোডিয়ান ‘The Bank of New York Mellon (BNYM)’ এবং বাংলাদেশে তাদের সাব-কাস্টোডিয়ান এইচএসবিসি (HSBC) বাংলাদেশের প্রতিনিধিদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি)। বৈঠকে বাংলাদেশের পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগের সম্ভাবনা, বাজার উন্নয়ন ও সংস্কার এবং আন্তর্জাতিক মানে উত্তরণের বিষয়ে বিস্তৃত আলোচনা হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন বিএসইসি’র চেয়ারম্যান জনাব খন্দকার রাশেদ মাকসুদ। এ সময় বিএসইসি’র কমিশনার জনাব ফারজানা লালারুখ, BNY Mellon-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব Ahmed Kassem, এইচএসবিসি বাংলাদেশের হেড অব ফিন্যানশিয়াল ইনস্টিটিউশনস জনাব মনির উদ্দিন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব এম. নাজমুল হাসান এবং ভাইস প্রেসিডেন্ট জনাব শাইলা আলম ত্রিশা উপস্থিত ছিলেন।

বৈঠকে আলোচনার কেন্দ্রে ছিল দেশের পুঁজিবাজারের সাম্প্রতিক অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা। বিএসইসি পুঁজিবাজারে প্রযুক্তিগত উন্নয়ন, ‘সেন্ট্রাল কাউন্টার পার্টি বাংলাদেশ লিমিটেড (সিসিবিএল)’ কে কার্যক্রমে আনা, টি-প্লাস-ওয়ান (T+1) সেটেলমেন্ট চালু এবং সংশ্লিষ্ট আইন ও বিধিমালার যুগোপযোগীকরণের বিষয়ে তাদের পরিকল্পনা তুলে ধরে।

এছাড়া বৈঠকে আন্তর্জাতিক মান অনুযায়ী কাস্টোডিয়ানের কার্যক্রমকে আরও শক্তিশালী করে বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়। বিশেষ করে, পুঁজিবাজারে কাস্টোডিয়ানদের ভূমিকা, বাজার পর্যবেক্ষণ ব্যবস্থার উন্নয়ন এবং বিনিয়োগকারীদের নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে বাজারকে আরও আকর্ষণীয় করে তোলার দিকগুলো আলোচনায় উঠে আসে।

বিএসইসি’র চেয়ারম্যান বলেন, “আমরা চাই বাংলাদেশ পুঁজিবাজারকে একটি টেকসই, প্রযুক্তিনির্ভর ও আন্তর্জাতিক মানের বাজারে রূপান্তরিত করতে। এ জন্য বিদেশি কাস্টোডিয়ানদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

BNYM ও HSBC-এর প্রতিনিধিরা বাংলাদেশ পুঁজিবাজারে আগ্রহ প্রকাশ করেন এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণে প্রয়োজনীয় সমর্থন ও সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন।

এই বৈঠক বাংলাদেশের পুঁজিবাজারকে আরও উন্মুক্ত, স্বচ্ছ ও বিনিয়োগবান্ধব করে গড়ে তুলতে এক নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মো: রাজিব আলী/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ