পিএসএলের সেরা একাদশ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: শিরোপা উৎসবের রঙ এখনও লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের বাতাসে। ঠিক এমন সময়েই পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রকাশ করল এবারের পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ২০২৫-এর 'টিম অব দ্য টুর্নামেন্ট'। যেন একঝাঁক পারফরমারকে নিয়ে গড়া তারার মিছিল। এই মিছিলে নেতৃত্বে রয়েছেন শিরোপাজয়ী অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি।
১১ এপ্রিল থেকে শুরু হয়ে ২৫ মে পর্যন্ত টানা ছয় সপ্তাহ টান টান উত্তেজনায় চলা এই আসরের পর্দা নামে লাহোর কালান্দার্সের হাতে চ্যাম্পিয়ন ট্রফি উঠিয়ে। ফাইনালে তারা হারায় কোয়েটা গ্ল্যাডিয়েটরসকে ৬ উইকেটে। আর এরই ধারাবাহিকতায় পিসিবির বাছাই করা সেরা একাদশেও জায়গা করে নিয়েছে লাহোরের তিন তারকা—শাহীন, সিকান্দার রাজা ও ফখর জামান।
তিনে তিন লাহোরের, আফ্রিদির ঝলক
১৩ ম্যাচে ১৯ উইকেট নিয়ে সেরা উইকেটশিকারি শাহীন আফ্রিদি পেয়েছেন ‘ফজল মাহমুদ ক্যাপ’, সঙ্গে নেতৃত্ব দিয়েছেন দলকে। বল হাতে আগুন ঝরিয়েছেন, কৌশলে প্রতিপক্ষকে করেছেন বিভ্রান্ত। অলরাউন্ড পারফরম্যান্সে নজর কেড়েছেন সিকান্দার রাজা—২৫৪ রান, সঙ্গে ১০ উইকেট। আর ফখর জামান ছিলেন সেই চেনা রূপেই—দ্রুত রান, বড় ইনিংস; ১৩ ম্যাচে ৪৩৯ রান করে চারবার পেরিয়েছেন অর্ধশতকের গণ্ডি।
কোয়েটার ত্রয়ীও দেখিয়েছে দ্যুতি
ফাইনাল হারলেও কোয়েটা গ্ল্যাডিয়েটরসও রেখেছে সেরা একাদশে দাপট। ৩৯৯ রান করে হাসান নওয়াজ দিয়েছেন ওপেনিংয়ে আস্থার ছাপ। ফাহিম আশরাফ আবার দুই ভূমিকাতেই সফল—১৭ উইকেট আর ১৬৩ রান। লেগস্পিনার আবরার আহমেদও সমান সংখ্যক উইকেট নিয়ে জায়গা করে নিয়েছেন এই সম্মানজনক তালিকায়।
বিদেশি ছোঁয়ায় করাচি কিংস
করাচি কিংসের হয়ে বিদেশি পারফরমাররাই যেন আলো ছড়িয়েছেন বেশি। ডেভিড ওয়ার্নার (৩৬৮ রান) ও জেমস ভিন্স (৩৭৮ রান) ব্যাট হাতে নিয়মিত জুগিয়েছেন রান। অভিজ্ঞ হাসান আলি ১৭ উইকেট নিয়ে ছিলেন বল হাতে আস্থার প্রতীক। করাচির আরেকজন, খুশদিল শাহ, ২৫৩ রান ও ৭ উইকেট নিয়ে হয়েছেন ১২তম খেলোয়াড়।
রান মেশিন ফারহান ও উদীয়মান আলি রেজা
ইসলামাবাদ ইউনাইটেডের সাহিবজাদা ফারহান ছিলেন টুর্নামেন্টের রান মেশিন—১২ ম্যাচে ৪৪৯ রান করে পেয়েছেন ‘হানিফ মোহাম্মদ ক্যাপ’। সেরা একাদশে তিনিই উইকেটকিপারের ভূমিকায়। পেশোয়ার জালমির তরুণ পেসার আলি রেজা ৯ ম্যাচে ১২ উইকেট নিয়ে জায়গা করে নিয়েছেন দলে, ভবিষ্যতের তারকা হিসেবে রেখে গেছেন স্পষ্ট ছাপ।
এইচবিএল পিএসএল ১০ – সেরা একাদশ:
১. ফখর জামান (লাহোর কালান্দার্স)
২. সাহিবজাদা ফারহান (ইসলামাবাদ ইউনাইটেড) – উইকেটরক্ষক
৩. ডেভিড ওয়ার্নার (করাচি কিংস)
৪. জেমস ভিন্স (করাচি কিংস)
৫. হাসান নওয়াজ (কোয়েটা গ্ল্যাডিয়েটরস)
৬. সিকান্দার রাজা (লাহোর কালান্দার্স)
৭. ফাহিম আশরাফ (কোয়েটা গ্ল্যাডিয়েটরস)
৮. শাহীন শাহ আফ্রিদি (লাহোর কালান্দার্স) – অধিনায়ক
৯. হাসান আলি (করাচি কিংস)
১০. আলি রেজা (পেশোয়ার জালমি)
১১. আবরার আহমেদ (কোয়েটা গ্ল্যাডিয়েটরস)
১২তম খেলোয়াড়: খুশদিল শাহ (করাচি কিংস)
লিগের রোমাঞ্চ যেমন জমেছিল মাঠে, তেমনি সেরা একাদশ গড়ার লড়াইটাও ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। প্রতিটি পারফরম্যান্স পেছনে ফেলে যারা জায়গা করে নিয়েছেন এই একাদশে, তারা নিঃসন্দেহে ২০২৫ সালের পিএসএলের প্রকৃত নায়কের আসনে। এখন অপেক্ষা, পরের মৌসুমে কে ছিনিয়ে নেবে আলোচনার মুকুট!
মো: রাজিব আলী/
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- মাত্র ২০০ টাকায় স্টারলিংক! কীভাবে সম্ভব হলো জানলে চমকে যাবেন
- আজ এক ভরি ২৪ ক্যারেট সোনার দাম ১,১১,৮১৬ টাকা!
- শেয়ারবাজারে চাঙ্গাভাব ফেরাতে বড় উদ্যোগ অর্থ মন্ত্রণালয়ের
- ভিন্সের উইকেট নেওয়ার পরও সাকিবকে বোলিংয়ে না আনায় ক্ষোভে সমর্থকরা
- পুঁজিবাজারে বড় সাত সিদ্ধান্ত: ডেরিভেটিভ লেনদেনের যুগে প্রবেশ, কমল বিও হিসাব ফি
- ছক্কার বদলে এক রান, আম্পায়ারকে একহাত নিলেন প্রীতি
- আইপিএল শেষে দুঃসংবাদ দিলেন মুস্তাফিজ
- রুদ্ধদ্বার বৈঠকে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন ড. ইউনূস
- আইপিএলে সাকিবকে ছাড়িয়ে শীর্ষে মুস্তাফিজ, স্টার্কও পিছনে
- মহার্ঘ ভাতার পাশাপাশি চাকরিজীবীদের দু:সংবাদ দিল অর্থ উপদেষ্টা
- ডিএসই সদস্যভুক্ত ব্রোকারেজ হাউজের নিবন্ধন বাতিল করল বিএসইসি
- শাহীনের আগুনে ভস্ম ইসলামাবাদ, ফাইনালে লাহোর
- ম্যাচ হেরে আইপিএল থেকে বিদায়, ফাফ ডু প্লেসিসের কড়া মন্তব্য
- সৌদি আরব ও বাংলাদেশে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা
- শেয়ারবাজারে তালিকাভুক্ত ১৪টি কোম্পানি লাইসেন্স বাতিলেরউদ্যোগ