MD. Razib Ali
Senior Reporter
রাজশাহীর সিটিহাটে কোরবানির গরুর দাম
নিজস্ব প্রতিবেদক: উত্তরবঙ্গের সবচেয়ে বড় কোরবানির পশুর হাট হিসেবে পরিচিত রাজশাহীর সিটিহাটে ইতোমধ্যে ব্যাপক হারে পশু আমদানি শুরু হয়েছে। আজ সকাল ১০টার পর থেকেই হাটে ঢুকেছে গরু, মহিষসহ নানা ধরনের কোরবানির পশু। হাট ইজারাদারদের ভাষ্য অনুযায়ী, আজকের দিনেই প্রায় চার থেকে পাঁচ হাজার কোরবানির পশু রাজশাহী সিটিহাটে প্রবেশ করেছে।
তবে পশুর সরবরাহ বেশি হলেও এখন পর্যন্ত কাঙ্ক্ষিত বেচাকেনা শুরু হয়নি বলে জানিয়েছেন বিক্রেতারা। হাট ঘুরে দেখা গেছে, ব্যাপারী ও খামারিরা পশুর চড়া দাম হাঁকাচ্ছেন। ফলে ক্রেতারা এখনও কাঙ্ক্ষিত পশু কিনতে পারছেন না।
এক ক্রেতা জানান, “তিন মনের গরুর দাম ৯০ থেকে ৯৫ হাজার টাকার মধ্যে হওয়ার কথা। কিন্তু আজকে একই গরুর দাম হাঁকা হচ্ছে ১ লাখ থেকে শুরু করে ১ লাখ ১৫ হাজার টাকা পর্যন্ত। এই দামে পশু কেনা আমাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে।”
অন্যদিকে বিক্রেতাদের দাবি, গবাদিপশুর খাদ্যের দাম বৃদ্ধি এবং খামারের খরচ বেড়ে যাওয়ায় তাদেরও লাভ করতে সমস্যা হচ্ছে। অনেক খামারি বলেন, “আমরা কাঙ্ক্ষিত দাম পাচ্ছি না। পশুর জোগান বেশি হলেও ক্রেতা এখনও তেমন আসেনি, বিক্রি জমছে না।”
হাটের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়োজিত রয়েছে পুলিশ ও র্যাবের সদস্যরা। র্যাব-৫-এর অধিনায়ক আজ সকালেই হাট পরিদর্শন করেন এবং জানান, “হাটে যেন কোনো ধরনের চাঁদাবাজি না হয়, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক রয়েছে।”
হাট ইজারাদাররাও জানান, হাটে নিরাপত্তা, পশু রাখার স্থান, খাবার ও পানির ব্যবস্থা নিশ্চিত করতে তারা নানা উদ্যোগ নিয়েছেন।
হাটজুড়ে পশুদের স্থান ভাগ করে দেওয়া হয়েছে। হাটের উত্তর পাশে রয়েছে প্রচুর সংখ্যক মহিষ, মাঝখানে ভারতীয় হরিয়ানা জাতের গরু এবং প্রবেশপথের কাছাকাছি দেখা যাচ্ছে দেশি খামারি গরু।
এদিকে হাটে ব্যাপকসংখ্যক ব্যাপারীও উপস্থিত, যারা এখান থেকে পশু কিনে দেশের বিভিন্ন জেলায় পাঠাচ্ছেন।
সব মিলিয়ে পশুর জোগান বিপুল হলেও, বিক্রি এখনও জমে ওঠেনি। তবে হাট সংশ্লিষ্ট সবাই আশা করছেন, দুপুর গড়িয়ে বিকেল নাগাদ ক্রেতাদের চাপ বাড়বে এবং তখন বেচাকেনাও জমজমাট হবে।
মো: রাজিব আলী/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- লিভার নষ্টের প্রথম সংকেত ত্বকে! এই ৪টি লক্ষণ অবহেলা করবেন না
- earthquake today : গভীর রাতে ৪.০ মাত্রার ভূমিকম্প, উৎপত্তিস্থল কোথায়?
- আজকের সোনার দাম: (বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫)
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা: শেষ হলো ম্যাচ জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা: বোলিংয়ে বাংলাদেশ খেলাটি সরাসরি Live দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচী: বাংলাদেশ বনাম পাকিস্তান সেমি ফাইনাল
- সিঙ্গাপুরেচিকিৎসাধীন ওসমান হাদির সর্বশেষ অবস্থা
- রুদ্ধদ্বার বৈঠক শেষে পে-স্কেল নিয়ে আসলো যেসব সিদ্ধান্ত
- ডিএসইর দুই নতুন পরিচালকের নাম ঘোষণা
- আজ ২২ ক্যারেট স্বর্ণের দাম কত
- বাংলাদেশ বনাম পাকিস্তান সেমিফাইনাল: লড়াকু টার্গেট দিল বাংলাদেশ
- প্রবাসীদেরইকামাফি নিয়ে দারুন সুখবর দিল সৌদি আরব
- তাহাজ্জুদ নামাজের সঠিক নিয়ম, সময় ও ফযীলত: বিস্তারিত গাইড
- বাংলাদেশ বনাম পাকিস্তান সেমিফাইনাল: ব্যাটিংয়ে বাংলাদেশ সরাসরি দেখুন Live
- মুস্তাফিজ কত দিন আইপিএল খেলতে পারবেন জানালেন বিসিবি প্রধান