এবার বছরে একবারই স্বর্ণ আনতে পারবেন!

ব্যাগেজ রুলসে বড় পরিবর্তন, শুল্কে মিলবে সীমিত সুবিধা
নিজস্ব প্রতিবেদক: বিদেশ থেকে স্বর্ণ আনার নিয়মে বড় পরিবর্তন এনেছে সরকার। ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে অর্থমন্ত্রী ড. সালেহউদ্দিন আহমেদ ঘোষণা করেছেন, এখন থেকে কোনো যাত্রী বছরে মাত্র একবারই শুল্ক দিয়ে ব্যাগেজ রুলসের আওতায় স্বর্ণ আনতে পারবেন।
এর আগে যাত্রীরা বছরে যতবার ইচ্ছা ঘোষণা দিয়ে সর্বোচ্চ ১০ ভরি (১১৭ গ্রাম) স্বর্ণ আনতে পারতেন। প্রতি ১০ ভরিতে দিতে হতো ৪০ হাজার টাকা শুল্ক। সেই সুযোগ সীমিত করে এবার বছরে একবার করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
অর্থ মন্ত্রণালয়ের ব্যাখ্যায় বলা হয়, অনেকেই এই নিয়মের সুযোগ নিয়ে বারবার স্বর্ণ আনছিলেন। এমনকি চোরাচালানকারীরাও আইনের এই ফাঁক কাজে লাগিয়ে নিয়মিত স্বর্ণ ঢোকাচ্ছিলেন দেশে। এতে বাজার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, সরকার ২০১৮ সালেই বাণিজ্যিকভাবে স্বর্ণ আমদানির অনুমতি দিলেও, বিগত চার বছরে বৈধভাবে এসেছে মাত্র ১৪৫ কেজি। অথচ ব্যাগেজ রুলসের ফাঁকে প্রতিদিন দেশে ঢুকছে শত কেজির বেশি স্বর্ণ—এমনটাই ধারণা সংশ্লিষ্ট মহলের।
বাজুসের একাধিক নেতা বলছেন, বাণিজ্যিক পথে আমদানির ক্ষেত্রে শুল্ক বেশি হওয়ায় ব্যবসায়ীরা ‘ব্যাগেজ রুলস’-এর ওপর নির্ভর করতেন। ফলে আমদানির সঠিক পরিসংখ্যান পাওয়া যেত না।
বিশেষজ্ঞরা মনে করছেন, সরকারের এই নতুন সিদ্ধান্তে স্বর্ণের আমদানি বৈধ পথে চলবে, এবং অবৈধ প্রবাহে লাগাম টানা সম্ভব হবে। তবে বাজারে এই পরিবর্তনের প্রভাব ঠিক কেমন হবে, তা নির্ভর করবে বাস্তবায়নের ধরন ও মনিটরিংয়ের ওপর।
FAQ (প্রশ্নোত্তর):
১. এখন কী পরিমাণ স্বর্ণ আনা যাবে বিদেশ থেকে?
বছরে মাত্র একবার, সর্বোচ্চ ১০ ভরি বা ১১৭ গ্রাম স্বর্ণ আনা যাবে শুল্ক দিয়ে।
২. শুল্ক কত দিতে হবে?
প্রতি ১০ ভরিতে শুল্ক নির্ধারণ করা হয়েছে ৪০,০০০ টাকা।
৩. এই নিয়ম কবে থেকে কার্যকর হবে?
২০২৫-২৬ অর্থবছরের বাজেট পাস হওয়ার পর থেকে এই নিয়ম কার্যকর ধরা হচ্ছে।
৪. কেন এই সীমাবদ্ধতা দেওয়া হয়েছে?
চোরাচালান ও অনিয়ন্ত্রিত আমদানি ঠেকাতে এবং স্বর্ণ আমদানিকে বৈধ পথে আনতেই এই সিদ্ধান্ত।
মো: রাজিব আলী/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আজ বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায় ও সময়সূচি
- এক কোম্পানির শেয়ার 'জেড' থেকে 'এ' ক্যাটাগরিতে স্থানান্তর
- শোক সংবাদ: মারা গেলেন মুফতি আহমদুল্লাহ
- শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন: ডিএসইর রেকর্ড ডেট প্ল্যান!
- 'জেড' থেকে 'এ' ক্যাটাগরি ও 'বি' থেকে 'জেড' ক্যাটাগরিতে স্থানান্তর দুই কোম্পানির শেয়ার
- বিএনপিতে শোকের ছায়া: বিএনপি মহাসচিবের শোক প্রকাশ
- বিশেষজ্ঞদের সতর্কবার্তা: বি-ক্যাটাগরির ঝুঁকি, ৬ শেয়ারে অবিশ্বাস্য মুনাফা
- আগামীকাল শনিবার যে সকল এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
- দুই কোম্পানির ক্যাটাগরি পরিবর্তন
- লভ্যাংশ পেল ৩ কোম্পানির বিনিয়োগকারীরা
- এক কোম্পানির শেয়ার ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর
- আর্সেনাল বনাম নটিংহাম ফরেস্ট: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ম্যাচ: লাইভ দেখুন এখানে
- রেকর্ডের পর রেকর্ড! ইংল্যান্ডের টি-টোয়েন্টিতে ইতিহাসে সর্বোচ্চ রান
- এক পরিবর্তন নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের জন্য বাংলাদেশ একাদশ ঘোষণা