ব্রিটিশ না বাংলাদেশি? টিউলিপের পরিচয় নিয়েও প্রশ্ন দুদকের

নিজস্ব প্রতিবেদক: দুর্নীতি ও প্লট কেলেঙ্কারির অভিযোগে ব্রিটিশ পার্লামেন্ট সদস্য টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে তদন্ত চালিয়ে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তবে শুধু অভিযোগ নয়, এবার তার নাগরিক পরিচয় নিয়েও প্রশ্ন তুলেছেন দুদক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন।
সোমবার (১৬ জুন) বিকেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন, “টিউলিপ কখনো নিজেকে ব্রিটিশ বলেন, কখনো আবার বাংলাদেশের নাগরিক হিসেবে দাবি করেন। তবে আমরা কাগজপত্র পর্যালোচনা করে দেখেছি, তিনি বাংলাদেশি নাগরিক হিসেবেই বিবেচ্য।”
তিনি আরও বলেন, “অবস্থার সুবিধা অনুযায়ী কেউ যদি কখনো ব্রিটিশ, কখনো বাংলাদেশি পরিচয় দেন, সেটা আদৌ গ্রহণযোগ্য কিনা, তা আপনাদের বিবেচনায় ছেড়ে দিলাম।”
চলমান মামলা ও তদন্ত:
টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে বর্তমানে তিনটি মামলা চলমান রয়েছে এবং আরও একটি মামলা তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান।
এতে গুলশানের একটি রাজউকের প্লট অবৈধভাবে হস্তান্তরের মাধ্যমে ইস্টার্ন হাউজিং লিমিটেডের কাছ থেকে ঘুষ হিসেবে একটি ফ্ল্যাট নেওয়ার অভিযোগ অন্যতম।
২০২৫ সালের ১৫ এপ্রিল এই মামলাটি দায়ের করে দুদক। এর আগে চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাজ্যের লেবার পার্টির প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন টিউলিপ।
দুদকের প্রশ্ন: নির্দোষ হলে মন্ত্রিত্ব ছাড়লেন কেন?
দুদক চেয়ারম্যান বলেন, “যদি টিউলিপ সত্যিই নির্দোষ হয়ে থাকেন, তাহলে তিনি যুক্তরাজ্যে তার মন্ত্রিত্বের পদ ছাড়লেন কেন? যদি কিছুই জানতেন না, তাহলে তার আইনজীবী আমাদের চিঠি পাঠালেন কেন?”
তিনি আরও বলেন, “আমরা তার আইনজীবীকে জানিয়েছি, তাকে আইনের মুখোমুখি হতে হবে। তলব নোটিশ যথাযথ ঠিকানায় পাঠানো হয়েছে। তদন্তের স্বার্থে আমাদের কার্যক্রম অব্যাহত রয়েছে।”
স্বর্ণের হিসাবেও গড়মিল:
টিউলিপের আয়কর রিটার্ন পর্যালোচনা করে দুদক দেখতে পেয়েছে, হঠাৎ করে তার ঘোষিত স্বর্ণের পরিমাণ ১০ ভরি থেকে বেড়ে ৩০ ভরি হয়েছে, অথচ এর দামে কোনো উল্লেখযোগ্য পরিবর্তন নেই। এ বিষয়টিও সন্দেহের সৃষ্টি করেছে বলে জানান দুদক চেয়ারম্যান।
পরবর্তী তলব:
দুদক ১৫ জুন তাকে দ্বিতীয় দফায় তলব করেছে। আগামী ২২ জুন তাকে দুদক কার্যালয়ে হাজির হয়ে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে বলা হয়েছে। এর আগে ১৪ মে প্রথম দফায় তলব করা হয়।
টিউলিপ সিদ্দিক সব অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেছেন। তবে তার পদের ত্যাগ, স্বর্ণসম্পদের অস্বাভাবিক বৃদ্ধি ও তার নাগরিক পরিচয় ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন। তদন্তের অগ্রগতি ও বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টির স্পষ্টতা আসবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।
মো: রাজিব আলী/
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- এসএসসি রেজাল্ট ২০২৫: ফল প্রকাশের তারিখ ঘোষণা, জানুন দেখার নিয়ম
- বাংলাদেশ বনাম তুর্কমেনিস্তান: গোল বন্যা, ৯০ মিনিটের খেলা শেষ
- বাংলাদেশ বনাম তুর্কমেনিস্তান: আজ নতুন সময়ে শুরু হবে ম্যাচ, জেনে নিন সূচি
- চেলসি বনাম ফ্লুমিনেন্স: সেমিফাইনালে জমজমাট ৯০ মিনিট শেষ, ফাইনালে কার জায়গা?
- বাংলাদেশ বনাম তুর্কমেনিস্তান: ৭ গোলে শেষ হলো প্রথমার্ধ
- এসএসসি রেজাল্ট ২০২৫: কিভাবে সবার আগে দেখবেন আপনার ফল? জানুন নিয়ম
- বিনিয়োগকারীদের জন্য ১২ কোম্পানির লভ্যাংশ ঘোষণা
- এসএসসি রেজাল্ট ২০২৫: অনলাইনে ও এসএমএসে দেখবেন যেভাবে
- আল-হিলাল বনাম ফ্লুমিনেন্স: নাটকীয়ভাবে শেষ হলো কোয়ার্টার ফাইনাল ম্যাচ
- বাংলাদেশ বনাম তুর্কমেনিস্তান: ম্যাচ প্রিভিউ, পরিসংখ্যান ও ম্যাচ শুরুর সময়
- চেলসি বনাম পালমেইরাস কোয়ার্টার-ফাইনাল: ১-০ গোলে প্রথমার্ধ শেষ
- চেলসি বনাম পালমেইরাস কোয়ার্টার ফাইনাল: শেষ হলো ৯০ মিনিটের খেলা
- জেতা ম্যাচ হেরে যা বললেন বাংলাদেশ অধিনায়ক মিরাজ
- বাংলাদেশ বনাম তুর্কমেনিস্তান: সরাসরি ফ্রিতে লাইভ দেখবেন যেভাবে
- চেলসি বনাম ফ্লুমিনেন্সে: কবে, কখন, কোথায়, কিভাবে দেখবেন লাইভ