India Playing XI: দ্বিতীয় টেস্টে বুমরার বদলে অর্শদীপ একাদশে?

নিজস্ব প্রতিবেদক: ভারতের মাটিতে নয়, ইংল্যান্ডের বার্মিংহামে। কিন্তু চাপ ঠিক যেন ইডেনের গর্জন! লিডসে ৫ উইকেটে হারের পর সিরিজে সমতা ফেরাতে মরিয়া টিম ইন্ডিয়া। ঠিক সেই সময়েই এল খারাপ খবর—দ্বিতীয় টেস্টে সম্ভবত খেলছেন না যশপ্রীত বুমরা।
বুমরাহীন ভারত—কীভাবে সামলাবে চ্যালেঞ্জ?
দ্বিতীয় টেস্টের ভেন্যু এজবাস্টন। ইংল্যান্ড এমনিতেই ঘাস রাখা উইকেট তৈরি করতে ভালোবাসে। তার ওপর প্রতিপক্ষ যদি হয় ভারত এবং বুমরা না থাকেন, তাহলে তো কথাই নেই! ভারতের ফাস্ট বোলিং আক্রমণ বড় ধাক্কা খাবে—তা বলাই বাহুল্য।
শোনা যাচ্ছে, শরীরের ওপর বাড়তি চাপ না দিতে চেয়েই এই ম্যাচে বিশ্রামে রাখা হচ্ছে বুমরাকে। আর তাতেই ভারতের একাদশে জায়গা করে নেওয়ার দরজা খুলে যাচ্ছে এক তরুণ বাঁহাতি পেসারের জন্য।
অভিষেকের পথে অর্শদীপ?
হ্যাঁ, সম্ভাবনা প্রবল। পাঞ্জাবের ছেলে অর্শদীপ সিংহ হয়তো এবার ভারতের হয়ে টেস্ট অভিষেক করতে চলেছেন। হ্যাঁ, টেস্ট ক্রিকেটে এখনও তাঁর যাত্রা শুরু হয়নি, তবে ইংল্যান্ডে কাউন্টি খেলার অভিজ্ঞতা আছে তাঁর ঝুলিতে। এবং তাতেই তাঁর নাম উঠে এসেছে সবচেয়ে আলোচিত বিকল্প হিসেবে।
তবে স্কোয়াডে আছেন আরও এক পেসার—আকাশদীপ। কিন্তু বাঁহাতি হওয়ায় ভারসাম্য রক্ষার প্রশ্নে অর্শদীপই এগিয়ে।
শার্দুল নাকি সুন্দর? টিম কম্বিনেশনে ঘুরপাক
শুধু বুমরা নন, একাদশে পরিবর্তন আসতে পারে আরও একটি জায়গায়। অলরাউন্ডার শার্দুল ঠাকুরের জায়গায় খেলানো হতে পারে ওয়াশিংটন সুন্দরকে। কারণ? দলের দরকার একজন এমন ক্রিকেটার যিনি অফস্পিনের পাশাপাশি ব্যাট হাতেও ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন। ঠিক যেমনটা সুন্দর করেছেন ব্রিসবেনে, ঠিক যেমনটা তিনি করে থাকেন ঘরোয়া ক্রিকেটে।
যদিও স্কোয়াডে রয়েছেন কুলদীপ যাদবও, কিন্তু তাঁর চেয়ে বেশি কার্যকর হতে পারেন সুন্দর—কম্বিনেশনের দিক থেকে।
ভারতের সম্ভাব্য একাদশ (দ্বিতীয় টেস্ট, এজবাস্টন)
যশস্বী জয়সওয়াল, কে এল রাহুল, সাই সুদর্শন, শুভমন গিল (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), করুণ নায়ার, রবীন্দ্র জাডেজা, শার্দুল ঠাকুর / ওয়াশিংটন সুন্দর, অর্শদীপ সিংহ / যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ।
প্রথম ম্যাচ হেরে কোণঠাসা ভারত। দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে হলে খেলতে হবে নিখুঁত ক্রিকেট। আর এই ম্যাচই হতে পারে তরুণ অর্শদীপের স্বপ্নপূরণের দিন। অভিষেকের চাপ, দেশের জার্সির ওজন, এবং পিচে দমবন্ধ করা পরিবেশ—এইসব ছাপিয়ে নিজেকে প্রমাণ করার মঞ্চ যদি এসে যায়, সেটা তো এক বিশাল সুযোগ! এবার দেখার, সুযোগটা কে কাজে লাগায়।
মো: রাজিব আলী/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- চলছে বাংলাদেশ বনাম আফগানিস্তান ৩য় টি-২০ ম্যাচ: লাইভ দেখুন এখানে
- এইমাত্র শেষ হলো বাংলাদেশ বনাম আফগানিস্তানের ম্যাচ দেখুন স্কোর
- চলছে বাংলাদেশ বনাম ইংল্যান্ড নারী বিশ্বকাপ ম্যাচ: টস শেষ, লাইভ দেখবেন যেভাবে
- চলছে বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: পাওয়ার প্লেতে ৩ উইকেট, লাইভ দেখুন এখানে
- দুই কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা আসছে ডিভিডেন্ড
- শেয়ারবাজারে শৃঙ্খলা: বিএসইসি চেয়ারম্যানের ৭টি সাহসী পদক্ষেপ!
- বোর্ড সভার তারিখ ঘোষণা করলো ৩ কোম্পানি
- বাংলাদেশ বনাম হংকং: কখন, কোথায়, কবে ও কিভাবে দেখবেন লাইভ
- শেয়ারবাজারের নীরব বিপ্লব: বিনিয়োগকারী সুরক্ষায় বিএসইসি!
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ইংল্যান্ড নারী বিশ্বকাপ ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- শেয়ারবাজারে নতুন উদ্দীপনা: 'বুল রান'-এর ঝলক, তবে সতর্কতার মিশ্রণ
- আজ বাংলাদেশ বনাম ইংল্যান্ড নারী বিশ্বকাপ ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- নতুন বেতন কাঠামোতে নতুন বড় চমক: গ্রেড কম, বেতন বেশি!
- শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির কারসাজির গন্ধ! তদন্তে বিএসইসি
- ৭ শেয়ারে বিনিয়োগকারীদের ঢল