ঢাকা, শুক্রবার, ৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

টিভিতে আজকের খেলা: ফ্লুমিনেন্স বনাম আল হিলাল ও ইংল্যান্ড-ভারত

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ জুলাই ০৪ ০৭:২০:৪৯
টিভিতে আজকের খেলা: ফ্লুমিনেন্স বনাম আল হিলাল ও ইংল্যান্ড-ভারত

নিজস্ব প্রতিবেদক: খেলার দুনিয়ায় আজ দিনটি বেশ জমজমাট। ক্রিকেট থেকে ফুটবল, টেনিস থেকে ক্লাব বিশ্বকাপ—প্রতিটি আসরেই রয়েছে উত্তেজনার ছোঁয়া। ইংল্যান্ডে চলছে অ্যাশেজের উত্তাপ, উইম্বলডনে টেনিস তারকারা লড়ছেন গ্র্যান্ড স্ল্যাম মঞ্চে, আর রাতে ফুটবলপ্রেমীদের জন্য থাকছে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল। চলুন দেখে নেওয়া যাক আজকের গুরুত্বপূর্ণ খেলাগুলো কখন, কোথায় সম্প্রচারিত হবে:

খেলাপ্রতিযোগিতাম্যাচসময়সম্প্রচার মাধ্যম
ক্রিকেট এজবাস্টন টেস্ট ইংল্যান্ড বনাম ভারত (৩য় দিন) বিকেল ৪টা সনি স্পোর্টস টেন ১, টেন ক্রিকেট
টেনিস উইম্বলডন ২০২৫ ৩য় রাউন্ড বিকেল ৪টা স্টার স্পোর্টস সিলেক্ট ১ ও ২
ক্রিকেট গ্রেনাডা টেস্ট ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়া (২য় দিন) রাত ৮টা টি স্পোর্টস
ফুটবল ফিফা ক্লাব বিশ্বকাপ ফ্লুমিনেন্স বনাম আল হিলাল (১ম কোয়ার্টার ফাইনাল) রাত ১টা ডিএজেডএন ওয়েবসাইট ও অ্যাপ

বিশেষ নজরঃ

এজবাস্টনে সিরিজ বাঁচাতে মাঠে নামবে ইংল্যান্ড ও ভারত—দিন তিনে ব্যাট-বলের লড়াই জমবে বলেই ধারণা।

উইম্বলডনে আজ কোর্টে নামছেন শীর্ষ বাছাই তারকারা।

গ্রেনাডায় প্রথম দিনের মতো আজও টেস্ট উত্তেজনায় ভরপুর থাকার সম্ভাবনা।

আর গভীর রাতে ক্লাব বিশ্বকাপে মুখোমুখি হচ্ছে ব্রাজিলের ফ্লুমিনেন্স ও সৌদি ক্লাব আল হিলাল—দুই দলের তারকায় ভরা স্কোয়াড নিশ্চয়ই দর্শকদের উপভোগ্য ফুটবল উপহার দেবে।

দর্শকদের জন্য আজকের দিন তাই গুছিয়ে নেওয়ার মতো—রিমোট হাতে বসে পড়ুন, খেলা দেখার প্রস্তুতি এখনই সেরে ফেলুন!

আল-আমিন ইসলাম/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ