ঢাকা, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

বন্ধুত্ব নয়, বিশ্বাস—তামিম-মুশফিক প্রসঙ্গে যা বললেন সাকিব

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ জুলাই ০৮ ১৭:২৫:৪৭
বন্ধুত্ব নয়, বিশ্বাস—তামিম-মুশফিক প্রসঙ্গে যা বললেন সাকিব

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেটের তিন তারকা—তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান। একসঙ্গে বেড়ে ওঠা, একসঙ্গে লড়াই, একসঙ্গে গড়া বহু সাফল্যের গল্প। কখনো মাঠে প্রতিদ্বন্দ্বিতা, কখনো মাঠের বাইরে অকৃত্রিম বন্ধুত্ব—এই তিনজনের সম্পর্ক ঘিরে ভক্তদের আগ্রহ কখনোই কমেনি।

তবে সময়ের সঙ্গে সেই সম্পর্কের রঙ কি একটু ফিকে হয়ে এসেছে? সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন, মাঠ ও মাঠের বাইরে তামিম-সাকিবের দূরত্ব, কিংবা মুশফিকের সঙ্গে ঘনিষ্ঠতা কমে যাওয়ার ইঙ্গিত—এসব নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই।

শেষ পর্যন্ত এই জল্পনার অবসান ঘটিয়ে মুখ খুললেন সাকিব আল হাসান। যুক্তরাষ্ট্রে একটি ফ্র্যাঞ্চাইজি লিগে অংশ নিতে গিয়ে গতকাল রাতে একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি নিজের উপলব্ধি ও অভিজ্ঞতার কথা খোলাখুলিভাবে শেয়ার করেন।

"আমরা অনেক ঘনিষ্ঠ ছিলাম"

সাকিব বলেন, “অনূর্ধ্ব-১৯ থেকে আমি তামিম আর মুশফিক ভাইয়ের সঙ্গে খেলেছি। প্রায় ২০-২৫ বছর ধরে একসঙ্গে ক্রিকেট খেলেছি আমরা। অনেক ঘনিষ্ঠ ছিলাম, একসঙ্গে অনেক কিছু শিখেছি, জিতেছি, হারিয়েছি। ক্রিকেটে সবচেয়ে বেশি সময় আমি ওদের সঙ্গেই কাটিয়েছি।”

এই দীর্ঘ পথচলায় বন্ধুত্বের দৃঢ়তা থাকলেও এখন বয়স ও বাস্তবতা ভিন্ন এক উপলব্ধির জন্ম দিয়েছে বলে জানান সাকিব।

"এই বয়সে বুঝেছি, বেস্ট ফ্রেন্ড বলে কিছু নেই"

সাকিব বলেন, “এই বয়সে এসে আমি একটা জিনিস বুঝেছি—বেস্ট ফ্রেন্ড বলে কিছু নেই। কাউকে আপনার ‘বেস্ট ফ্রেন্ড’ বানানো কঠিন। আপনি যার ওপর আস্থা রাখতে পারেন, যাকে বিশ্বাস করতে পারেন—সেই আপনার আসল বন্ধু। আমার ক্রিকেটজীবনে অনেক ভালো বন্ধু হয়েছে, কিন্তু বিশ্বাসযোগ্য বন্ধু খুব কম।”

তামিম-মুশফিক প্রসঙ্গেও খোলামেলা সাকিব

তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের সঙ্গে সম্পর্কের বিষয়েও স্পষ্ট অবস্থান নেন সাকিব। তিনি বলেন, “তাদের দুজনকেই আমি অনেক দিন ধরে চিনি, একসঙ্গে বড় হয়েছি, খেলেছি। এখনও তাদের প্রতি আমার শ্রদ্ধা আছে। কিন্তু সময় ও বাস্তবতা আমাদের অবস্থান বদলে দিয়েছে। তবে এটা একেবারেই স্বাভাবিক।”

রুবেল-তাসকিনের সঙ্গে দুর্দান্ত সময়

অনুষ্ঠানে আরও দুই জাতীয় দলের সতীর্থ রুবেল হোসেন ও তাসকিন আহমেদের সঙ্গেও সাকিবের সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠে। উত্তরে স্মিত হেসে তিনি বলেন,

“তাদের সবার সাথেই আমার সম্পর্ক ভালো। তবে আমি সম্ভবত রুবেল হোসেনের নাম বলব। ক্রিকেটের বাইরে আমরা অনেক মজা করেছি, দারুণ সময় কেটেছে। তাসকিনও আছে সেই তালিকায়।”

সাকিবের কথাগুলো পরিষ্কার—তিনি এখন সম্পর্কের বাহ্যিকতা নয়, গভীরতা নিয়ে ভাবেন। আর সেখানে "বন্ধুত্ব" নয়, বরং "বিশ্বাস"ই হয়ে উঠেছে তার কাছে সবচেয়ে বড় মানদণ্ড।

এই বক্তব্য হয়তো কিছু প্রশ্নের উত্তর দেয়, আবার নতুন কিছু প্রশ্নও তোলে। তবে এটুকু স্পষ্ট—দীর্ঘ দিনের সম্পর্কের জটিলতার মধ্যেও সাকিব নিজের অবস্থানকে দেখছেন পরিণত, বাস্তব আর খোলামেলা দৃষ্টিভঙ্গি থেকে।

মো: রাজিব আলী/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ