ঢাকা, রবিবার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

এইচএসসি ২০২৬ পরীক্ষার প্রবেশপত্র বিতরণে কঠোর নির্দেশনা দিল বোর্ড

শিক্ষা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ জুলাই ১৯ ২০:০৫:০৯
এইচএসসি ২০২৬ পরীক্ষার প্রবেশপত্র বিতরণে কঠোর নির্দেশনা দিল বোর্ড

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র বিতরণে সময়মতো কার্যক্রম নিশ্চিত করতে কঠোর নির্দেশনা জারি করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। নির্ধারিত সময়ের মধ্যে কাজ না হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বোর্ড।

শনিবার (১৯ জুলাই) শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বোর্ড থেকে নির্ধারিত সময়ের অনেক আগেই রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র সরবরাহ করা হলেও কিছু প্রতিষ্ঠান তা শিক্ষার্থীদের মাঝে যথাসময়ে বিতরণ করে না। অনেক সময় পরীক্ষার একদিন আগে প্রবেশপত্র দেওয়া হয়, ফলে ফরম পূরণে ভুল বা অসঙ্গতির সংশোধন করার সময় হাতে থাকে না। এতে শিক্ষার্থীরা মানসিক চাপের মধ্যে পড়ে এবং অনেকেই পরীক্ষায় অংশগ্রহণে বাধাগ্রস্ত হয়।

এছাড়া, কিছু প্রতিষ্ঠান বোর্ডের অনুমোদন ছাড়া শিক্ষার্থীদের এমন বিষয়েও ভর্তি করে, যার অনুমোদন নেই। পরে ফরম পূরণের সময় অনুমোদিত বিষয়ের নাম ব্যবহার করা হয়। কিন্তু পরীক্ষার ঠিক আগে প্রবেশপত্র দেওয়ার কারণে এই ধরনের অনিয়ম বোর্ডের চোখ এড়িয়ে যায়, যা ভবিষ্যতে বড় সংকটের সৃষ্টি করে।

শিক্ষা বোর্ড জানিয়েছে, ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফরম পূরণ নির্ধারিত সময়ের মধ্যেই শেষ করতে হবে। নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার পর বিলম্ব ফি দিয়েও ফরম পূরণের সুযোগ থাকবে না।

সব শিক্ষাপ্রতিষ্ঠানকে রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র গ্রহণের এক সপ্তাহের মধ্যে তা পরীক্ষার্থীদের হাতে পৌঁছে দিতে হবে। কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ বিষয়ে অবহেলার অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

শিক্ষা বোর্ডের পক্ষ থেকে আরও বলা হয়, শিক্ষার্থীদের ভবিষ্যৎ যেন অনিশ্চয়তায় না পড়ে এবং পরীক্ষার আগেই সব ধরনের অনিয়ম রোধ করা যায়—সেই লক্ষ্যেই এ ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে।

মো: রাজিব আলী/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ