সেনাবাহিনীর সাজোয়া যানে গোপালগঞ্জ ছাড়লেন এনসিপি নেতারা
‘রক্ষা করল সাঁজোয়া ঢাল, ফিরলেন রাজনৈতিক যাত্রীরা’
নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জ যেন হঠাৎই রূপ নিল এক রাজনৈতিক আগ্নেয়গিরিতে। শহরের নিস্তরঙ্গ বাতাস চিৎকারে ফেটে পড়ে, আর রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়ে প্রান্তে প্রান্তে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি নির্ধারিত সমাবেশ শেষে ঘটে গেল অপ্রত্যাশিত এক ঘটনা—যা পাল্টে দিল পুরো চিত্র।
বুধবার (১৬ জুলাই) বিকাল। সময় তখন ৫টার ঘরে। গোপালগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে থমথমে পরিবেশ। শহরের বুক চিরে সেনাবাহিনীর সাজোয়া যান এসে দাঁড়ায়। তাদের চারপাশ ঘিরে থাকা পুলিশ, র্যাব ও গোয়েন্দা সদস্যদের কড়া প্রহরায় বেরিয়ে আসে এক বিশাল গাড়িবহর। সেই বহরে ছিলেন এনসিপির শীর্ষ নেতা আহ্বায়ক নাহিদ ইসলাম, মুশফিক উস সালেহিন, আখতার হোসেন, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলমসহ প্রায় ১৫-১৬টি গাড়িতে থাকা পার্টির কেন্দ্রীয় নেতারা।
তাদের চোখেমুখে ক্লান্তি, কিন্তু তাতে মিশে ছিল একটা অদ্ভুত রকমের দৃঢ়তা। যেন ভয় আর সাহস পাশাপাশি হাঁটছে।
এর আগে দিনভর উত্তেজনা ছড়ায় এনসিপির সভা ঘিরে। শান্তিপূর্ণ সমাবেশ শেষে ফেরার পথে হঠাৎই আঘাত হানে সহিংসতার স্রোত। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, ছাত্রলীগ, যুবলীগসহ আওয়ামী লীগের কর্মীরা একযোগে ঝাঁপিয়ে পড়ে এনসিপির গাড়িবহরের ওপর। মুহূর্তেই গোপালগঞ্জের রাজপথে ছড়িয়ে পড়ে আতঙ্ক—লাঠির বাড়ি, ইটপাটকেলের ছোঁড়া আর গুলির শব্দে থমকে যায় জনজীবন।
পরিস্থিতি এতটাই বেসামাল হয়ে পড়ে যে পুলিশ ও সেনাবাহিনী গুলি চালাতে বাধ্য হয়। হামলাকারীরা এমনকি আইনশৃঙ্খলা বাহিনীর যানবাহনেও হামলা চালায়। একেকটা মুহূর্ত যেন একেকটা বিস্ফোরক দৃশ্য।
সবচেয়ে বেশি আলোচনায় আসে সেনাবাহিনীর সাজোয়া যান। এ যেন এক চলমান ‘ঢাল’, যার আড়ালে সুরক্ষিত হয় একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব। এই বহরই হয়ে ওঠে গোপালগঞ্জের রাজনৈতিক উত্তাল দিনটির নিঃশব্দ সাক্ষী।
নিরাপত্তা নিয়ে এনসিপির প্রতিক্রিয়া
জানা গেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর জেলা প্রশাসনের সহায়তায় বিশেষ নিরাপত্তা পরিকল্পনা করা হয়। সেনা-পুলিশের অভূতপূর্ব এই ব্যবস্থাকে ‘অত্যন্ত প্রয়োজনীয়’ বলেই আখ্যা দেন এনসিপি নেতারা।
যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহিন বলেন,
“আমরা বিকাল ৫টার পরে গোপালগঞ্জ ছেড়েছি। সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় এই দুঃসময়ে আমরা সুরক্ষিতভাবে জেলা ত্যাগ করতে পেরেছি—এটা আমাদের জন্য স্বস্তির।”
পর্দার আড়ালের প্রশ্ন
কে বা কারা প্রকৃতপক্ষে এই হামলার পেছনে?
সাংগঠনিক রাজনৈতিক নির্দেশে এমন কিছু ঘটেছে কি না?
কেন এক শান্তিপূর্ণ কর্মসূচি রক্তাক্ত হল?
এই প্রশ্নগুলো এখন রাজনীতির টেবিলে ঘুরপাক খাচ্ছে।
আল-আমিন ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- লিভার ড্যামেজ: ত্বকে সংকেত দেয় যে ৪ লক্ষণ, জানুন এখনি
- আজ ব্রাজিল বনাম আর্জেন্টিনা ম্যাচ কী হবে
- তানোরে ৪০ ফুট গর্তে ২ বছরের শিশু সাজিদ: চলছে রুদ্ধশ্বাস উদ্ধার (ভিডিওসহ)
- আজ Brazil vs Argentina ম্যাচ কী হবে, যা জানা গেল
- স্বর্ণের দাম: আজ১০ ডিসেম্বর ২২ ক্যারেট স্বর্ণের ভরি দাম কত
- আজকের সোনার দাম: (মঙ্গলবার,১০ ডিসেম্বর ২০২৫)
- আজকের সোনার দাম: (বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫)
- লাতিন-বাংলা সুপার কাপ:Brazil vs Argentina ম্যাচ নিয়ে আসলোনতুন সিদ্ধান্ত
- আজকের আবহাওয়ার আপডেট ও পূর্বাভাস (বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫)
- ব্রাজিল বনাম আর্জেন্টিনা ম্যাচ নিয়ে আসলো যে সিদ্ধান্ত
- প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ: প্রথম পর্বের লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা
- আইপিএল নিলাম: কলকাতা নাইট রাইডার্সে মুস্তাফিজ?
- আজকের ফজরের নামাজের শেষ সময়: (বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫)
- ৪০ ফুট গর্তেও খুঁজে না পেলে শেষ যে উপায়ে খোঁজা হবে শিশু সাজিদকে
- আইপিএল মিনি ২০২৬ -নিলাম কবে জানুন সময়সূচি