ঢাকা, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২

আকাশে তীব্র ঝাঁকুনি, ডেল্টা এয়ারলাইন্সের বিমানের জরুরি অবতরণ

বিশ্ব ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ জুলাই ৩১ ১৫:২০:২৭
আকাশে তীব্র ঝাঁকুনি, ডেল্টা এয়ারলাইন্সের বিমানের জরুরি অবতরণ

নিজস্ব প্রতিবেদক: সল্ট লেক সিটি থেকে যাত্রা শুরু করে আমস্টারডামের পথে থাকা ডেল্টা এয়ারলাইন্সের একটি বিমান মাঝ আকাশে ভয়াবহ টার্বুলেন্স বা ঝাঁকুনির কবলে পড়ে। শেষ পর্যন্ত মিনেসোটার মিনিয়াপলিস-সেন্ট পল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণে বাধ্য হয় উড়োজাহাজটি। আহত হয়েছেন অন্তত ২৫ জন।

টার্বুলেন্সেই আতঙ্ক ছড়ায় বিমানে

ডেল্টা এয়ারলাইন্সের ফ্লাইট DL56, একটি এয়ারবাস A330-900 মডেলের বিমান, বুধবার রাতে মাঝ আকাশে প্রবল ঝাঁকুনির কবলে পড়ে। উড়োজাহাজটি তখন সল্ট লেক সিটি থেকে আমস্টারডামগামী ছিল। হঠাৎ এই টার্বুলেন্সে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন এবং বিমানের ভেতরে অনেকে আঘাত পান।

আহত অন্তত ২৫, হাসপাতালে নেওয়া হয়

ডেল্টা এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিকভাবে প্রায় ২৫ জন যাত্রী ও কর্মীকে হাসপাতালে পাঠানো হয়েছে। যদিও কারও অবস্থা গুরুতর নয় বলে মনে করা হচ্ছে, তবুও প্রত্যেককে পর্যবেক্ষণের জন্য চিকিৎসা দেওয়া হয়।

নিরাপদে অবতরণ, প্রস্তুত ছিল জরুরি সেবা

বিমানটি স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে মিনিয়াপলিস-সেন্ট পল বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। আগেভাগেই প্রস্তুত ছিল ফায়ার সার্ভিস, ইমার্জেন্সি মেডিকেল সার্ভিস (EMS) এবং চিকিৎসকদের একটি দল। অবতরণের পর যাত্রীদের তাত্ক্ষণিক সহায়তা দেওয়া হয়।

নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার: ডেল্টা

এক বিবৃতিতে ডেল্টা জানিয়েছে,

"নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। আমাদের 'ডেল্টা কেয়ার টিম' ঘটনাস্থলে উপস্থিত হয়ে যাত্রীদের প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে। আমরা আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করেছি।"

আসলেই কেন এমন ঝাঁকুনি?

বিমানের টার্বুলেন্স সাধারণত বায়ুমণ্ডলীয় চাপ, হঠাৎ বাতাসের প্রবাহ বা আবহাওয়ার পরিবর্তনের কারণে হয়। তবে এত ভয়াবহ ঝাঁকুনির কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

আল-আমিন ইসলাম/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ