ঢাকা, বুধবার, ২০ আগস্ট ২০২৫, ৫ ভাদ্র ১৪৩২

প্রবাসীদের জন্য সুখবর! ১৩ খাতে ২৪ লাখ কর্মী নেবে মালয়েশিয়া

প্রবাসী ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ আগস্ট ২০ ১২:৩২:২৪
প্রবাসীদের জন্য সুখবর! ১৩ খাতে ২৪ লাখ কর্মী নেবে মালয়েশিয়া

নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়া বিদেশী কর্মীদের জন্য আবারও কলিং ভিসার কোটা উন্মুক্ত করার ঘোষণা দিয়েছে। নতুন এই পরিকল্পনার আওতায় কৃষি, বৃক্ষরোপণ এবং খনিসহ মোট ১৩টি উপখাতে ২৪ লাখের বেশি বিদেশী কর্মী নিয়োগ দেওয়া হবে।

কুয়ালালামপুর থেকে মোস্তফা ইমরান রাজু জানিয়েছেন, একদিকে নতুন কর্মী নিয়োগের ঘোষণা আসলেও, অন্যদিকে বিদেশী কর্মীর ওপর নির্ভরতা কমিয়ে এনে স্থানীয়দের কর্মসংস্থানে সম্পৃক্ত করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে মালয়েশিয়ার বর্তমান সরকার। দেশের বেকারত্ব কমানোর পাশাপাশি উন্নয়নের ধারা অব্যাহত রাখতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল।

এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ২০২৬ সালের মধ্যে বিদেশী কর্মীর ওপর নির্ভরতা ১৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশে নামিয়ে আনার পরিকল্পনা করছে মালয়েশিয়া সরকার।

নতুন এই পরিকল্পনায় ২৪ লক্ষ ৬৭ হাজার ৭৫৬ জন কর্মীর মালয়েশিয়া প্রবেশের জন্য মন্ত্রিপরিষদের প্রাথমিক অনুমোদন পেয়েছে। এর মধ্যে প্রধান খাত হিসেবে কৃষি, বৃক্ষরোপণ এবং খনিকে গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়াও নির্মাণ, সেবা, নিরাপত্তা কর্মী নিয়োগ, রেস্টুরেন্ট, লন্ড্রি, কার্গো এবং পরিচ্ছন্নতা কর্মী হিসেবেও কাজের উদ্দেশ্যে মালয়েশিয়ায় বিদেশী কর্মীরা আসতে পারবেন।

কর্মী নিয়োগের পুরাতন পদ্ধতিতে কিছু সংস্কার আনা হয়েছে। গতবারের এফডব্লিউসিএমএস (FWCMS) এর পরিবর্তে এবার যুক্ত হয়েছে এফডব্লিউটিসি (FWTC) বা ফরেন ওয়ার্কার্স টেকনিক্যাল কমিটি ও যৌথ কমিটি। কর্মী নিয়োগের অধিকতর যাচাই-বাছাইয়ের দায়বদ্ধতা থাকবে এই কমিটিগুলোর ওপর।

কর্মী নিয়োগের আবেদনের সুযোগ যেকোনো এজেন্ট এবং নিয়োগকর্তা নয়, বরং খাতভিত্তিক অফিসিয়াল এজেন্সিগুলো পাবে। তবে ২০২৩ সালের পর অনুমোদন দেওয়া এই কোটায় কত কর্মী আসতে পারবেন, কি প্রক্রিয়ায় আসবেন, খরচ কত হবে এবং কোন দেশ থেকে কতজন কর্মী আসবেন, এসব বিষয়ে এখনো দেশটির পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়নি।

আল-আমিন ইসলাম/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ