ঢাকা, সোমবার, ২৫ আগস্ট ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২

মার্জিন রুলস নিয়ে বিএসইসির নতুন সিদ্ধান্ত

শেয়ারনিউজ ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ আগস্ট ২৫ ২৩:০১:৪৮
মার্জিন রুলস নিয়ে বিএসইসির নতুন সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারের মার্জিন ঋণ সংক্রান্ত খসড়া নীতিমালা চূড়ান্ত হয়ে গেছে বলে বাজারে যে গুঞ্জন ছড়িয়েছে, সেটিকে ভিত্তিহীন বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সংস্থাটি সুস্পষ্ট করেছে যে, খসড়াটি নিয়ে অংশীজনদের মতামত পাওয়ার পরই এটি চূড়ান্ত করা হবে এবং এ সংক্রান্ত যেকোনো ভিন্ন তথ্য বিভ্রান্তিকর।

সম্প্রতি বাজার সংশ্লিষ্টদের মধ্য থেকে মার্জিন রুলস চূড়ান্ত হয়ে যাওয়ার অভিযোগ উঠলে বিএসইসি এই ব্যাখ্যা দেয়। এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, সকল শ্রেণীর বিনিয়োগকারীর স্বার্থ রক্ষা এবং ঋণ ব্যবস্থাপনার ঝুঁকি কমানোই এই খসড়া নীতিমালার প্রধান উদ্দেশ্য। এর প্রণয়নের ক্ষেত্রে সুশাসন ও মার্জিন ফাইন্যান্সিংয়ের সঠিক ব্যবস্থাপনাকে গুরুত্ব দেওয়া হয়েছে।

বিএসইসির কর্মকর্তারা জানান, খসড়া প্রকাশের পর থেকেই একটি বিভ্রান্তি ছড়ানো হচ্ছে যে, নিয়মটি চূড়ান্ত। কিন্তু এটি নিয়ন্ত্রক প্রক্রিয়ার একটি স্বাভাবিক ধাপ মাত্র। তারা বলেন, "যেকোনো নিয়ম চূড়ান্ত করার আগে তার ওপর জনমত চাওয়া হয়। প্রাপ্ত মতামতের ভিত্তিতে প্রয়োজনীয় সংযোজন, বিয়োজন বা পরিবর্তন এনেই চূড়ান্ত সংস্করণ প্রস্তুত করা হবে।" চূড়ান্ত নিয়মাবলী পরবর্তীতে গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে কার্যকর হবে বলেও তারা নিশ্চিত করেন।

উল্লেখ্য, শেয়ারবাজার টাস্কফোর্সের দেওয়া সুপারিশের আলোকে গত ১২ আগস্ট কমিশন সভায় এই খসড়াটির অনুমোদন দেওয়া হয়। এরপর থেকেই জনমত যাচাইয়ের জন্য খসড়াটি বিএসইসির ওয়েবসাইটে এবং জাতীয় দৈনিকগুলোতে উন্মুক্ত রাখা হয়েছে।

আল-আমিন ইসলাম/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ