ঢাকা, রবিবার, ৩১ আগস্ট ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২

বাংলাদেশ বনাম ভারত: লস টাইমে নাটকীয় গোলে শেষ ৭ গোলের রোমাঞ্চকর ম্যাচ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ আগস্ট ৩১ ১৬:৫৯:৪২
বাংলাদেশ বনাম ভারত: লস টাইমে নাটকীয় গোলে শেষ ৭ গোলের রোমাঞ্চকর ম্যাচ

নিজস্ব প্রতিবেদক: ভুটানে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-১৭ মহিলা চ্যাম্পিয়নশিপ ২০২৫-এর শেষদিকে এসে বাংলাদেশ শিরোপার লড়াই থেকে ছিটকে গেলেও শেষ ম্যাচে ভারতের বিপক্ষে দারুণ লড়াই উপহার দিল লাল-সবুজের কিশোরীরা। সাত গোলের রোমাঞ্চকর এই ম্যাচে ইনজুরি টাইমে নাটকীয় গোল করে ৪-৩ ব্যবধানে জয় পায় বাংলাদেশ।

শিরোপা সমীকরণে ছিটকে যাওয়া

বাংলাদেশের জন্য আজকের ম্যাচটি মূলত ছিল নিয়মরক্ষার। কারণ এর আগে ভুটানের সঙ্গে ড্র করায় তারা শিরোপা দৌড় থেকে ছিটকে যায়। অন্যদিকে ভারত নেপালকে হারিয়ে আগেই শিরোপা নিশ্চিত করে।যদি বাংলাদেশ ভুটানকে হারাতে পারত এবং ভারতের বিপক্ষে আজ জিতত, তাহলে দুই দলের সমান ১৫ পয়েন্ট হতো। সেক্ষেত্রে গোল ব্যবধান ও হেড-টু-হেড লড়াইয়ের ভিত্তিতে শিরোপা নির্ধারণ হতো। কিন্তু ভুটানের সঙ্গে ড্রয়ের পর সেই সুযোগ হাতছাড়া হয়।

বদলা নেওয়ার লড়াই

যদিও ম্যাচটির ফল শিরোপা নির্ধারণ করেনি, তবু ভারতের বিপক্ষে জয় বাংলাদেশের জন্য ছিল এক ধরনের বদলা। কারণ গ্রুপ পর্বেই ভারত বাংলাদেশের কাছে জয় ছিনিয়ে নিয়েছিল। তাই এই ম্যাচে জয় ছিল মর্যাদা রক্ষার এবং প্রতিপক্ষের বিপক্ষে জবাব দেওয়ার সুযোগ।

সাত গোলের নাটক

প্রথমার্ধে বাংলাদেশ ২-১ গোলে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধের শুরুতে সৌরভির দুর্দান্ত গোল ব্যবধান বাড়ায় ৩-১ এ। কিন্তু ভারত হাল ছাড়েনি—৬৫ ও ৮৮ মিনিটে গোল করে সমতা ফেরায় ৩-৩। ম্যাচ যখন ড্রয়ের দিকে যাচ্ছিল, তখন ইনজুরি টাইমে আসে নাটকীয় মুহূর্ত। লাল-সবুজ শিবির গোল করে নিশ্চিত করে দারুণ এক জয়।

শেষ বাঁশিতে হাসি বাংলাদেশের

নির্ধারিত ৯০ মিনিট শেষে স্কোরলাইন দাঁড়ায় বাংলাদেশ ৪ – ভারত ৩। শিরোপার লড়াইয়ে না থাকলেও মর্যাদার এই জয় বাংলাদেশ দলকে দেবে নতুন আত্মবিশ্বাস।

মো: রাজিব আলী/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ